Home> লাইফ স্টাইল
Advertisement

পর্নসাইটে ভারতীয়দের সময় ব্যয়ের হিসাবনিকেশ

সারা বিশ্বের মধ্যে ইন্টারনেট ব্যবহারে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে এ খবর প্রকাশিত হয়েছিল আগেই। ঠিক কী কী কাজে ইন্টারনেট ব্যবহার করেন ভারতীয়রা? সম্প্রতি কোয়ার্টজ ম্যাগাজিনে প্রকাশিত অ্যাডাল্ট ওয়েবসাইট পর্নহাবের কিছু রিপোর্ট বলছে ইন্টারনেট ব্যবহারের একটা সময় ভারতীয়রা ব্যয় করেন পর্নসাইট দেখার পিছনে। কারণ রিপোর্টে দেখা গিয়েছে সারা বিশ্বে পর্নসাইট দেখার প্রবণতায় ভারতের স্থান পঞ্চম।

পর্নসাইটে ভারতীয়দের সময় ব্যয়ের হিসাবনিকেশ

ওয়েব ডেস্ক: সারা বিশ্বের মধ্যে ইন্টারনেট ব্যবহারে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে এ খবর প্রকাশিত হয়েছিল আগেই। ঠিক কী কী কাজে ইন্টারনেট ব্যবহার করেন ভারতীয়রা? সম্প্রতি কোয়ার্টজ ম্যাগাজিনে প্রকাশিত অ্যাডাল্ট ওয়েবসাইট পর্নহাবের কিছু রিপোর্ট বলছে ইন্টারনেট ব্যবহারের একটা সময় ভারতীয়রা ব্যয় করেন পর্নসাইট দেখার পিছনে। কারণ রিপোর্টে দেখা গিয়েছে সারা বিশ্বে পর্নসাইট দেখার প্রবণতায় ভারতের স্থান পঞ্চম।

অন্যদিকে, ভারতে পর্ন ওয়েবসাইটের রমরমা বাজার রুখতে কেন্দ্রীয় সরকার পর্নসাইট ফিল্টার চেষ্টা চালাচ্ছে।

কোয়ার্টজ ম্যাগাজিনের এক বছরের (১ সেপ্টেম্বর ২০১৩-১ সেপ্টেম্বর) সমীক্ষায় দেখা যাচ্ছে-

Page views and time spent

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের পর্নসাইট দেখার প্রবণতা বেশি। তালিকায় দিল্লি উল্লেখযোগ্য স্থানে থাকলেও পশ্চিমবঙ্গ রয়েছে অনেকটাই পিছনের দিকে।

fallbacks
Pic & Data:: Quartz, Pornhub
fallbacks
Pic & Data:: Quartz, Pornhub

India’s favorite porn star...

ঠিক ধরছেন। গুগল সার্চে ভারতের প্রথম পছন্দ বলিউড তথা ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্নস্টার সানি লিয়ন। এছাড়াও নামের তালিকায় রয়েছেন আঞ্চলিক তারকারাও।

fallbacks
Pic & Data:: Quartz, Pornhub

Smart Device for porn site

স্মার্টফোনের দৌলতে নীলছবি দেখাতেও অন্য স্বাদ পেয়েছ ভারত তথা গোটা বিশ্ব। পর্নহাবের অ্যান্ড্রয়েড ট্রাফিকের হিসেবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর রয়েছে ভারতের স্থান।

fallbacks
Pic & Data:: Quartz, Pornhub

Like and Dislike

সমীক্ষা বলছে পর্নহাবের মোট ট্রাফিকের এক তৃতীয়াংশ দর্শক মহিলা। এখানেও মার্কিন মহিলাদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ভারতীয় মহিলারা। দেখা গিয়েছে ভারতে সবথেকে জনপ্রিয় সমকামী মহিলা বা লেসবিয়ান পর্ন সিনেমা বা ভিডিও। তারপরেই রয়েছে সমকামী পুরুষ অর্থাত্‍ গে পর্ন সিনেমা বা ভিডিও। সমীক্ষায় উঠে এসেছে ভারতে গে পর্নসার্চ মোট পর্নসার্চের মাত্র ২ শতাংশ। তবে গত চলতি বছরে সুপ্রিম কোর্ট সমকামিতাকে বেআইনি ঘোষণা করায় গত বছরের তুলনায় এই বছর ২১৩ শতাংশ বেড়ে গিয়েছে গে পর্নসার্চ।

Porn Season

সমীক্ষায় একটি মজার বিষয়ও উঠে এসেছে। ভারতীয়দের মধ্যে পর্নসাইট দেখার হিড়িক দেখা যায় উত্‍সবে মরসুমে। এমনিতে পর্নসাইট দেখার জন্য ভারতীয় প্রিয় দিন শনিবার। আর রবিবার পর্নসাইট দেখার হিড়িক থাকে সবথেকে কম। তবে ভারতীয়রা সপ্তাহের শেষে পর্নসাইট দেখতে ভালবাসলেও ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল কিন্তু সপ্তাহ শুরুই করেন পর্নসাইট দেখে। ওদের প্রিয় দিন সোমবার।

fallbacks
Pic & Data:: Quartz, Pornhub

 

 

 

Read More