Home> লাইফ স্টাইল
Advertisement

প্রচণ্ড গরমে তৃপ্তি দিচ্ছে ‘মোদী সীতাফল কুলফি’!

কুলফি দিয়ে তৈরি নরেন্দ্র মোদীর মুখ। এই কুলফি কিনলে সরাসরি ৫০ শতাংশ ছাড় মিলছে!

প্রচণ্ড গরমে তৃপ্তি দিচ্ছে ‘মোদী সীতাফল কুলফি’!

নিজস্ব প্রতিবেদন: নমো ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীদের সমস্ত অভিযোগ। বিপুল ভোটে জিতে দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে এনডিএ। গত বারের লোকসভা নির্বাচনের চেয়েও বেশি আসনে জিতে আজ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মোদী হওয়ায় যখন বিরোধীরাও ‘ঠান্ডা’, তখন এই প্রচণ্ড গরমে শীতল তৃপ্তি দিচ্ছে ‘মোদী সীতাফল কুলফি’। কুলফি দিয়ে তৈরি নরেন্দ্র মোদীর মুখ।

সুরাটের এক আইসক্রিম পার্লারের মালিক বিবেক আজমেরা তৈরি করেছেন এই বিশেষ কুলফি। না, কোনও ছাঁচে ফেলে এই কুলফি তৈরি করা হচ্ছে না। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় এই পার্লারে ২৪ ঘণ্টায় প্রায় ২০০টি এমন কুলফি তৈরি করেছেন বিবেক আজমেরা।

fallbacks

আরও পড়ুন: মোদী দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই স্তুতিতে ফিরল ‘টাইম’ ম্যাগাজিন!

বিক্রেতার দাবি, এই কুলফিতে কোনও রকম কৃত্রিম রং বা স্বাদ ব্যবহার করা হয়নি। যাঁরা এই ‘মোদী সীতাফল কুলফি’ কিনছেন, তাঁদের সরাসরি ৫০ শতাংশ ছাড়ও দিচ্ছেন তিনি। বিবেক জানান, নরেন্দ্র মোদী ও বিজেপির এই জয়কে উদযাপন করতেই তিনি এই ‘মোদী সীতাফল কুলফি’ তৈরি করছেন।

Read More