Home> লাইফ স্টাইল
Advertisement

বরফের চাদরে ঢেকে পর্যটকদের ডাকছে সিমলা

বরফের চাদরে ঢেকে পর্যটকদের ডাকছে সিমলা

প্রকৃতির খেয়াল। আর তাতেই কয়েক ঘণ্টায় আমুল বদলে গেল চেহারা। রূপে রসে যে ছিল একেবারে ঝলমলে সুন্দরী, সেই ধরল যোগিনীর বেশ। বরফ পড়েছে সিমলায়।

এ যেন রূপকথা। যেখানে এলে নিজেকে হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। হোটেলে যাঁরা ছিলেন, সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখেন বদলে গেছে চারপাশ। অথচ রাতে শুতে যাওয়া পর্যন্ত হাড় কাঁপিয়ে দিয়েছে ঠান্ডা। সঙ্গে বৃষ্টি। কিন্তু ভোরের আলো ফুটতেই দেখা গেল, সিমলা বদলে গেছে জন্নতে। দূরের গ্রাম থেকে যে মানুষটি রোজ দুধ নিয়ে আসেন, তিনিও দেখলেন পরিচিত পথ বদলে গেছে।  

প্রকৃতি খেয়ালে চলে। কিন্তু রোজকার জীবন! সে তো নিয়মের অনুশাসনে বাঁধা। তাই বৃষ্টি, বরফ মাথায় নিয়েও পথে নামতে হয়। রূপের পেখম মেলেছে সপ্রকৃতি সিমলার।   

 

 

 

Read More