নিজস্ব প্রতিবেদন: মোবাইলের সিম হোক বা অন্য কোনও পরিষেবা, আর আপনাকে জানাতে হবে না আধার নম্বর। বদলে ভার্চুয়াল আইডি চালু করল UIDAI. কেওয়াইসি আপডেট করতে ব্যবহার করা যাবে এই আইডি। এর ফলে আধার নম্বর না-জানিয়েই কাজ সারতে পারবেন গ্রহক। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হলেও ১ সেপ্টেম্বর থেকে পাকাপাকিভাবে শুরু হবে এই পদ্ধতি।
ভার্চুয়াল আইডি ব্যবহার করলে আর আপনার সমস্ত তথ্য জানতে পারবে না মোবাইল সংস্থা। শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকুই পাবে তারা। এর ফলে নানা রকমের প্রতারণার হাত থেকে বাঁচবে সাধারণ মানুষ।
এই ব্যবস্থায় ১৬ সংখ্যার একটি অস্থায়ী আইডি পাবেন আধার নম্বরের মালিক। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে তৈরি করতে হবে এই আইডি। ১ জুলাই থেকেই তৈরি করা যাবে ভার্চুয়াল আইডি।
ঝুঁকিহীন লগ্নি করতে চান? এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারেন
১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি ১ দিনের জন্য বৈধ থাকবে। তার পর আর কাজ করবে না ওই নম্বর। ১ দিন পর কোনও প্রয়োজনে ফের তৈরি করতে হবে ভার্চুয়াল আইডি। UIDAI-এর ওয়েবসাইটে লগ ইন করে শেষ করতে হবে এই প্রক্রিয়া।
কী করে তৈরি করবেন VID