Home> লাইফ স্টাইল
Advertisement

Weekly Horoscope: সোমবার থেকে কেমন যাবে সপ্তাহটি? দেখে নিন কার অর্থলাভের যোগ, কার চাকরি...

Astrological Prediction from 8th to 14th May 2023: কেমন যাবে এ সপ্তাহটি-- মানে আগামীকাল সোমবার ৮ মে থেকে আগামী রবিবার ১৪ মে পর্যন্ত? নানা কিছু প্রেডিকশন আছে। ৮ মে থেকে আগামী এক সপ্তাহ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী কী শুভ বা অশুভ নিয়ে আসবে, জেনে নেওয়া যাক সেটা।

Weekly Horoscope: সোমবার থেকে কেমন যাবে সপ্তাহটি? দেখে নিন কার অর্থলাভের যোগ, কার চাকরি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেমন যাবে এ সপ্তাহটি-- মানে আগামীকাল সোমবার ৮ মে থেকে আগামী রবিবার ১৪ মে পর্যন্ত? নানা কিছু প্রেডিকশন আছে।সপ্তাহটি টাকাপয়সার দিক থেকে কেমন যাবে, কিছু ভালো সংবাদ আসবে কি না, সঙ্গীর সঙ্গে কেমন সময় কাটবে, প্রেম কি তুঙ্গে পৌঁছবে, চাকরি? জেনে নেওয়া যাক ৮ মে থেকে আগামী এক সপ্তাহ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী কী শুভ বা অশুভ নিয়ে আসবে। 
 
মেষ
 
আপনার চাকরি পরিবর্তন করতে হতে পারে। পেশা-সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে এই সময়টি খুব শুভ যাবে। 
 
আরও পড়ুন: Gajalakshmi Rajyoga: গজলক্ষ্মী রাজযোগ, সঙ্গে বৃহস্পতির গোচর! যে-পাঁচ রাশির শনির দশা কাটবে, আসবে সৌভাগ্য...
 
বৃষ
 
শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিছুটা কঠিন। বৃষ রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান-পতন ঘটতে পারে। প্রেমের জন্য বৃষ রাশির জাতক-জাতিকাদের পক্ষে সময়টা খুব স্পেশাল হবে না। আর্থিকভাবেও কিছুটা কঠিন সময় যাবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়বৃদ্ধির আশঙ্কা। 
 
মিথুন/GEMINI
 
এঁদের সব ধরনের অর্থনৈতিক সংকট কেটে যাবে। ঘরের জিনিসপত্র কেনাকাটায় কিছুটা খরচপাতি হতে পারে।
 
কর্কট
 
খরচে লাগাম  পরান। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের কারণে টেনশন বাড়তে পারে। 
 
সিংহ
 
পুজো-আচ্ছার মধ্যে থাকুন। মনোবাঞ্ছা পূর্ণ হবে। পরিশ্রমের ফল মিলবে। ঋণ শোধ হয়ে যাবে।
 
কন্যা
 
জীবন গড়ে নেওয়ার ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ সুযোগ আসতে পারে। সুযোগ কাজে লাগান। 
 
তুলা
 
পারিবারিক পরিবেশ বিঘ্নিত থাকায় আপনি একটু চিন্তিত থাকবেন। তবে এই সময়েই সৃষ্টিশীলতা ভর করতে পারে আপনার উপর। 
 
বৃশ্চিক
 
সময় নষ্ট করবেন না। যা ঠিক মনে করছেন তা করে যান। অন্যকে বোঝাতে অনর্থক সময় নষ্ট করবেন না। 
 
ধনু
 
এই সপ্তাহে রোজগার বৃদ্ধি পাবে। তবে ব্যয়যোগও আছে। তার মানে এই নয় যে, এর জন্যে আপনি সমস্যায় পড়বেন। 
 
মকর
 
কথা কম বলুন। বেশি কথা আপনার ক্ষতি করে দিতে পারে। 
 
কুম্ভ
 
আপনাদের গ্রহসংস্থান এমন যে, কোনও না কোনও ভাবে আর্থিক লাভ হবেই।  
 
মীন
 
একটু বুদ্ধি করে বিনিয়োগ করুন। বহু পরিশ্রমে অর্জিত টাকা নষ্ট করবেন না। এটাই ভবিষ্যতে আপনাকে বাঁচাবে। 
 
(জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো নিজের মতামত ব্যক্ত করছে না।)  
 
Read More