নিজস্ব প্রতিবেদন: হাতে বা পায়ে একটা বা দু’টো অতিরিক্ত আঙুল অনেকেরই আছে। বলিউডের তারকা অভিনেতা হৃতিক রোশনেরই ডান হাতের বুড়ো আঙুলের পাশে একটি অতিরিক্ত আঙুল রয়েছে। ঠিক সেই রকমই কানের পাশে বাড়তি একটু মাংসপিণ্ডও হয়তো অনেকেরই দেখেছেন! কিন্তু কান থেকে এমন কান ঝুলতে দেখেছেন কখনও বা আঙুলের উপর থেকেই আর একটা লম্বা চওড়া আঙুল? দেখেননি তো? আপনি দেখেননি তাতে কী হয়েছে! অন্যদের চমকে দিতে এমন অতিরিক্ত আঙুল বা লম্বা কান আপনার চাই নাকি? প্রশ্ন শুনে অবাক হচ্ছেন! ভাবছেন, এ আবার কী রকম প্রশ্ন, চাইলেই কি এমন অতিরিক্ত কান বা আঙুল পাওয়া যায় নাকি? হ্যাঁ, পাওয়া যায় বইকি! অর্ডার করে আনিয়ে নিলেই হল। অনলাইন থেকে যে ভাবে আর পাঁচটা জিনিস কেনেন, সে ভাবে অর্ডার করে আনিয়ে নিতে পারবেন এগুলি।
আরও পড়ুন: এখানে মেট্রো রেলে প্যান্ট না পরে সফর করাটাই নিয়ম!
এগুলি আসলে সিলিকন দিয়ে তৈরি এক ধরনের গয়না। বিভিন্ন ধরনের ত্বকের রং অনুযায়ী এই গয়নাগুলো তৈরি করা হয়েছে। নিজেদের ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ক্রেতারা সেই সব গয়না কিনে নিতে পারবেন। কানের সঙ্গে ঝুলতে থাকা আর একটি কান আসলে কানের দুল আর অতিরিক্ত আঙুলটি আসলে একটি আংটি! এগুলি বার্লিনের অলঙ্কার শিল্পী নাদজা বাটেনডর্ফ-এর মস্তিষ্ক প্রসূত। প্রায় ২ বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তবে এই গয়নাগুলি বানিয়েছেন তিনি। শিল্পী জানান, শরীরের অন্যান্য অঙ্গের মতো গয়না বানানোর জন্য আপাতত ব্যস্ত আছেন তিনি। কী ভাবছেন, এমন একটা কানের দুল বা গয়না কিনবেন নাকি!