Home> লাইফ স্টাইল
Advertisement

সহজ কয়েকটা উত্তর দিয়ে বুঝে নিন নিজের সুপ্ত সত্ত্বাকে

প্রত্যেক মানুষের মধ্যেই দু ধরনের সত্ত্বা থাকে। এর মধ্যে এক ধরনের সত্ত্বা বেসিরভাগ সময়ই সুপ্ত অপস্থায় থাকে। এই সত্ত্বাকে আমরা খুব একটা পাত্তা দিই না। তবে একান্তে থাকার সময় আমাদের মনের মধ্যে ওই সুপ্ত সত্ত্বা জেগে ওঠে। তখন আমরা নিজেদের ঠিক-ভুল, খারাপ-ভালো সব কিছুই বুঝতে পারি। এমনকি জীবনের কাছ থেকে আমরা কি পেতে চাই তাও ঠিক করতে পারি সেই সময়। কিন্তু পরে আবারও এই সত্ত্বা মনের কোথাও লুকিয়ে পড়ে। তবে অনেক সময় এই সুপ্ত সত্ত্বা আমাদের একটা ভিন্ন মানুষ হতে বাধ্য করে। যেমন স্কুল, কলেজ অথবা অফিসে আমরা ভিন্ন মানুষ। আর যখন একান্তে থাকি তখন ভিন্ন মানুষ। আসলে একান্তে থাকার সময় আমাদের ভিতরের 'আমি' জেগে ওঠে। আমরা নিজেদের বুঝতে পারি। কিন্তু সকলের সঙ্গে থাকার সময় নিজেদের বোঝার সময় পাই না।

সহজ কয়েকটা উত্তর দিয়ে বুঝে নিন নিজের সুপ্ত সত্ত্বাকে

ওয়েব ডেস্ক: প্রত্যেক মানুষের মধ্যেই দু ধরনের সত্ত্বা থাকে। এর মধ্যে এক ধরনের সত্ত্বা বেসিরভাগ সময়ই সুপ্ত অপস্থায় থাকে। এই সত্ত্বাকে আমরা খুব একটা পাত্তা দিই না। তবে একান্তে থাকার সময় আমাদের মনের মধ্যে ওই সুপ্ত সত্ত্বা জেগে ওঠে। তখন আমরা নিজেদের ঠিক-ভুল, খারাপ-ভালো সব কিছুই বুঝতে পারি। এমনকি জীবনের কাছ থেকে আমরা কি পেতে চাই তাও ঠিক করতে পারি সেই সময়। কিন্তু পরে আবারও এই সত্ত্বা মনের কোথাও লুকিয়ে পড়ে। তবে অনেক সময় এই সুপ্ত সত্ত্বা আমাদের একটা ভিন্ন মানুষ হতে বাধ্য করে। যেমন স্কুল, কলেজ অথবা অফিসে আমরা ভিন্ন মানুষ। আর যখন একান্তে থাকি তখন ভিন্ন মানুষ। আসলে একান্তে থাকার সময় আমাদের ভিতরের 'আমি' জেগে ওঠে। আমরা নিজেদের বুঝতে পারি। কিন্তু সকলের সঙ্গে থাকার সময় নিজেদের বোঝার সময় পাই না।

আপনার 'আমি' কি বলে আপনাকে? আসলে কেমন মানুষ আপনি? এই সকল প্রশ্নের উত্তর দেবে কার্ড। নিচের লিঙ্কে ক্লিক করে বিচার করুন কেমন মানুষ আপনি...

http://www.sun-gazing.com/quiz-emotion-subconscious-hiding-3/

Read More