Home> লাইফ স্টাইল
Advertisement

নগদ ২০ হাজার মার্কিন ডলার খসিয়ে নিজের তৃতীয় স্তন তৈরি করলেন মহিলা

 নগদ ২০ হাজার মার্কিন ডলার খসিয়ে নিজের তৃতীয় স্তন তৈরি করলেন মহিলা


ওয়েব ডেস্ক: নগদ ২০ হাজার মার্কিন ডলার খরচ করে নিজের তৃতীয় স্তন তৈরি করলেন এক মহিলা! জাসমিন ত্রিবেদী নামের ওই মহিলার এবার লক্ষ্য টেলিভিশনে কাজ করা।

নিজের তৃতীয় স্তন তৈরির পথটা জাসমিনের জন্য সোজা ছিল না। তাঁর নিজের বয়ানে তিনি অন্তত ৫০ থেকে ৬০ জন ডাক্তারকে অনুরোধ করেছিলেন তাঁর অতিরিক্ত স্তন তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু নৈতিকতার দোহাই দিয়ে তাঁরা কেউই এই কাজে রাজি হননি।

অবশেষে দু'বছর পর সফল হয়েছে জাসমিনের স্বপ্ন। নতুন স্তনের বৃন্তে একটি ট্যাটুও করেছেন তিনি।

নিজের সমস্ত সঞ্চয় উজার করেছেন জাসমিন এই তিননম্বর স্তনের চক্করে। কোনও খ্যাতি পাওয়ার লোভে নয়, বরং জাসমিনের দাবি ডেটিং করে তিনি এতটাই ক্লান্ত যে এখন তিনি পুরুষদের কাছে নিজেকে অনাকর্ষণীয় করে তুলতে তৃতীয় স্তনের সিদ্ধান্ত নিয়েছেন।  

তবে জাসমিনের এই সিদ্ধান্ত গ্রহণের পর তাঁর সঙ্গে তাঁর মা ও বোন সম্পর্ক ছিন্ন করেছেন।

Read More