Home> লাইফ স্টাইল
Advertisement

২৯৪০ কোটি টাকার হীরে উপহার দিলেন ৭ বছরের মেয়েকে!

হীরে চিরতরের। হীরে মন ভোলানো। হীরক রাজা মানে প্রভাব, প্রতিপত্তি আর ঐশ্বর্য।

২৯৪০ কোটি টাকার হীরে উপহার দিলেন ৭ বছরের মেয়েকে!

ওয়েব ডেস্ক: হীরে চিরতরের। হীরে মন ভোলানো। হীরক রাজা মানে প্রভাব, প্রতিপত্তি আর ঐশ্বর্য।
অবশেষে দুনিয়ার সব থেকে মূল্যবান হীরেটি বিক্রি হল। ভাবছেন কত দামে? খুব একটা বেশি নয়। মাত্র ৪৮.৪ মিলিয়ন ডলারে। নাম 'দ্য ব্লু মুন ডায়মন্ড'। এটা ১২.০৩ ক্যারটের।
হীরে বিশেষজ্ঞ ডেভিড বেনেট বলেছেন, 'প্রতি ক্যারট অনুযায়ী এটাই পৃথিবীর সবথেকে দামী হীরে।' এই হীরের নিলামটি হল জেনেভায়। আর নতুন ক্রেতা অথবা হীরের মালিক, কেনার পরই হীরেটার নতুন নাম দিয়েছেন। জানেন কী সেটা? 'ব্লু মুন অফ যোশেফিন'।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কে এই যোশেফিন? এই হীরে যিনি কিনেছেন, সেই হংকংয়ের বাসিন্দা যোশেফ লাউয়ের সাত বছরের মেয়ে।
যোশেফ লাউ এরকম হীরে মাঝে মাঝেই কেনেন। শুধু তাই নন, তিনি মূল্যবান ওয়াইনও নিজের সংরক্ষণে রাখেন। ফোর্বসের বিচারে তিনি বিশ্বের ১৪ নম্বর ধনী লোক।

Read More