Home> দেশ
Advertisement

Delhi: একলা ঘরে ১০ ঘণ্টা নাগাড়ে গেমিং! সন্ধেবেলা বাবা-মা ফিরে দেখলেন দশের ছেলে ওড়নার ফাঁসে...

Delhi child suicide: গেমের প্রতি আসক্তির জেরে আত্মহত্যা। দশের কিশোরের চরম পদক্ষেপে আঁতকে উঠেছে সবাই। কী কারণে এই পদক্ষেপ।

Delhi: একলা ঘরে ১০ ঘণ্টা নাগাড়ে গেমিং! সন্ধেবেলা বাবা-মা ফিরে দেখলেন দশের ছেলে ওড়নার ফাঁসে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটদের ফোনের প্রতি আকর্ষণ এ নতুন নয়। অভিভাবকেরা আপ্রাণ চেষ্টা করে তাদের বাচ্চাদের ফোনের থেকে দূরে রাখার। কিন্তু তা সবসময় সম্ভব হয় না। আর সেই আসক্তির জেরেই ভয়ংকর কাণ্ড ঘটিয়ে বসল দশের কিশোর।

আরও পড়ুন:Madhya Pradesh: পরকীয়ায় জড়িয়ে ঘরের বউ, একই পরিবারের চারজনের রহস্যমৃ*ত্যু! প্রেমিকই...

জানা গিয়েছে, মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল দশ বছরের ছেলে। আর তার জেরেই সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। কিশোরের বাবা-মা যখন কাজের জন্য বাইরে ছিলেন। তখন বাড়িতে ওড়ানা দিয়ে গলায় দড়ি দেয় কিশোর। নাংলোই পুলিস ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

দিল্লি পুলিসের এক উর্ধ্বতন অফিসার জানিয়েছেন যে, কিশোর পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তবে তার এই চরম পদক্ষেপের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিস বিষয়টি তদন্ত করছে। এবং আরও জানিয়েছে যে এখনও পর্যন্ত মৃত কিশোরের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিস আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে কিশোরটি মোবাইল গেম খেলায় আসক্ত ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইলে দেখা গেছে যে ছেলেটি প্রায় ১০-১১ ঘণ্টা ধরে সেটি ব্যবহার করেছে। আত্মহত্যার আগে সে সাত ঘণ্টা ধরে একটি গেম খেলেছিল এবং প্রায় চার ঘণ্টা ইউটিউবে দেখছিল।

আরও পড়ুন:Patna Horror: আমার ছাড়া কারোর হবে না! প্রেমের প্রস্তাবে না করায় চোদ্দোর কিশোরীকে বারোর ভাই সমেত জ্বা*লা*ল উনিশের তরুণ...

মৃত কিশোর নাংলোইয়ের একটি কর্পোরেশন স্কুলে পড়ত এবং তার বাবা-মায়ের সঙ্গে অম্বিকা বিহার কলোনিতে থাকত। তার বড় ভাই আগ্রার একটি আবাসিক স্কুলে পড়ে, যখন বাবা-মা দুজনেই কর্মরত। 

পুলিসের মতে, ঘটনার দিন অর্থাত্‍ ৩১ জুলাই প্রবল বৃষ্টির কারণ ছেলেটি স্কুলে যায়নি। আর বাবা-মা সকালেই কাজে বেরিয়ে যান। সন্ধেবেলা ফিরে এসে দেখে ছেলে একটি লোহার পাইপের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে।

পুলি, বিষয়টি তদন্ত শুরু করেছে এবং আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। পুলিস জানিয়েছে যে শিশুটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More