Home> দেশ
Advertisement

Oxygen সরবরাহে ৫ মিনিটের গোলযোগ, মৃত্যু হল ১১ জনের

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Oxygen সরবরাহে ৫ মিনিটের গোলযোগ, মৃত্যু হল ১১ জনের

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে হাসপাতালে মৃত্যু হল ১১ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে। রুইয়া হাসপাতালে ICU-তে অক্সিজেন সরবরাহে হঠাৎই সমস্যা দেখা দেয় সোমবার রাতে। 

 হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার রিলোড করতে সময় লেগে যায় ৫ মিনিট। কমে যায় অক্সিজেনের প্রেসার, আর তারই ফলাফল হল খুবই মারাত্মক। শ্বাসকষ্টে মারা গেলেন প্রায় ১১ জন রোগী।

ঘটনার মুহূর্তে প্রায় ৩০ জন ডাক্তার উপস্থিত ছিলেন ICU-তে। কালেক্টর জানান, হাসপাতালে অক্সিজেনের অভাব নেই এবং পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা রয়েছে।

সব মিলিয়ে রুইয়ার আইসিইউ ও অক্সিজেন বেডে প্রায় ৭০০ টি কোভিড -19 রোগী চিকিৎসাধীন ছিলেন এবং আরও ৩০০ জন সাধারণ ওয়ার্ডে ছিলেন।

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

Read More