Home> দেশ
Advertisement

Road Accident: মর্মান্তিক! বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১২ জনের

বাসটিতে জনা ২৫ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে

Road Accident: মর্মান্তিক! বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১২ জনের

নিজস্ব প্রতিবেদন: Rajasthan Accident বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে রাজস্থানের বারমেঢ় (Barmer) জেলার পাচপদ্রে। বারমেঢ়-যোধপুর হাইওয়েতে একটি বেসরকারি বাসকে ধাক্কা মারে ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাসটিতে। 

পুলিস সূত্রের খবর, এদিন বালতোরা থেকে সকাল ৯ টা বেজে ৫৫ মিনিটে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। জনা ২৫ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এক যাত্রী জানান, হাইওয়ের উল্টো লেন দিয়ে আচমকাই একটি ট্যাঙ্কার চলে আসে বাসের সামনে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। কমপক্ষে বারো জন ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শেষ আপডেট অনুযায়ী, ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

আরও পড়ুন: ভারতীয় তীর্থযাত্রীদের জন্য করতারপুর করিডোর খোলার অনুরোধ Pakistan-র

দুর্ঘটনাস্থলে ছুটে যান পুলিস ও জেলা প্রশাসনের আধিকারিকরা। স্থানীয বিধায়ক মদন প্রজাপত ও রাজ্যের বনমন্ত্রী সুখরাম বিষ্ণোই যান ঘটনাস্থলে। উদ্ধারকার্য জারি রয়েছে বলে জানিয়েছে পুলিস। দুর্ঘটনার পর হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আহতদের জন্য অবিলম্বে চিকিৎসা করাতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।   

আরও পড়ুন: 'সেন্ট অফ সোশ্যালিজম', উত্তর প্রদেশে সুগন্ধি প্রচার Akhilesh-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More