জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল নয় রক্তের ছিটেতে ঘুম ভাঙল ১২ বছরের ছেলের। ঘুম থেকে উঠতেই চোখের সামনে ভয়ংকর দৃশ্য। মা ধারাল ছুরি দিয়ে অনবরত বাবার গলা কাটছে। হাড়হিম এই দৃশ্যের পর মা তাকে বলে ঘটনার কথা যদি সে কাউকে বলে তাহলে তারও এই একই অবস্থা হবে।
পুলিস সূত্রে খবর, পরপুরুষের টানে স্বামীকে খুন করে ৩৫ বছরের ঊষা দেবী। পুলিসি জেরায় সে নিজের অপরাধের কথা স্বীকার করে। জানা গিয়েছে, নিহত স্বামী ৪৫ বছরের বালো দাস কর্মসূত্রে পঞ্জাবে থাকতেন। তিনি একজন দিনমজুর ছিলেন।
অন্যদিকে, তার স্ত্রী এবং তিন সন্তান বিহারের পূর্ণিয়া জেলায় একসঙ্গে থাকত। বালো দাস আচমকাই নিজের গ্রামে ফিরে আসেন। কারণ তিনি জানতে পারেন তাঁর স্ত্রী সেই জমি বিক্রি করে দিয়েছেন, যার উপর তাঁদের বাড়ি ছিল। ঊষা দেবী এই সিদ্ধান্ত একাই নেয় বলে অভিযোগ। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
সংসার চালানোর জন্য বালো দাস যখন পঞ্জাবে ছিলেন। তখন ঊষা দেবী গ্রামেরই এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই প্রেমিকের কথাতেই সে জমি বিক্রি করে। এবং প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু বালো দাসের আচমকা গ্রামে ফিরে আসায় সেই প্ল্যান ভেস্তে যায়।
আরও পড়ুন:TMC Leaders Murder: ২৬-এর আগে হাড়হিম খু*ন একের পর এক তৃণমূল নেতা! এবার হলদিয়ায় প্রকাশ্য রাস্তায়...
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তাদেরই ১২ বছরের ছেলে শৈলেন্দ্র। সে পুলিসকে বলে, 'সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ রক্তের ছিটে এসে আমার মুখে পড়ে। আমি দেখি, মা বাবার গলায় আঘাত করছে।' শৈলেন্দ্র যখন চিত্কার করে অন্যদের ডাকার চেষ্টা করে, তখন তার মা তাকে খুনের হুমকি দেয়। এবং বলে যে তাকেও তার বাবার মত মেরে ফেলবে।
শৈলেন্দ্র সেদিন চুপচাপ ঘরেই থাকে। পরেরদিন সকালে গিয়ে খুনের কথা কাকিমা গিয়ে বলে। এরপর গ্রামবাসীরা জড়ো হন এবং পুলিসকে খবর দেওয়া হয়। শৈলেন্দ্র পুলিসকে আরও জানায় যে, বাবা কোনওদিন মাকে মারেনি। মা অন্য কারোর কথায় বাবাকে খুন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)