Home> দেশ
Advertisement

Muslim Refused to Chant Jai Sri Ram: ভয়ংকর! 'জয় শ্রীরাম' না বলায় ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত মুসলিম বালককে!

Muslim Boy Stabbed with Broken Glass Bottle: জয় শ্রীরাম না বলায় বছরতেরোর মুসলিম বালককে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনা ঘটেছে কানপুরে। তাকে কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম হয় সে।

Muslim Refused to Chant Jai Sri Ram: ভয়ংকর! 'জয় শ্রীরাম' না বলায় ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত মুসলিম বালককে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জয় শ্রীরাম' না বলায় মার বালককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের সারসৌল এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

কী ঘটেছিল? জানা গিয়েছে, মহারাজপুর থানার অন্তর্গত সারসৌল এলাকায় ওই কিশোরকে কয়েকজন সমবয়সী শিশু প্রথমে ঘিরে ধরে, তারপর তাকে প্রথমে তাদের পায়ে হাত দিতে বলে। সে রাজি না হওয়ায় তারা তাকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দেয়। ছেলেটি সেটাও বলতে অস্বীকার করে। তখন একটি ভাঙা কাচের বোতল দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে ওই ছেলেটির পরিবারের তরফে। ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: 8th Pay Commission: অবিশ্বাস্য বেতনবৃদ্ধি সরকারি কর্মচারীদের! অষ্টম পে কমিশন যেন সাতরাজার ধন মানিক...

আরও পড়ুন: Shani Vakri 2025: মীন থেকে কুম্ভে বক্রী হবেন শনি! এর জেরে সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন এই কয়েকটি রাশি! অর্থ-মান-যশে...

এই ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতা ও শিশুর উপর হিংসার বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। ঘটনাটি সামনে আসার পর শিশুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়েও নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে সংশ্লিষ্ট মহলে। সংশ্লিষ্ট মহলের দাবি, শুধুমাত্র ধর্মীয় ভিন্নতার কারণে একটি শিশুর উপর এমন হামলা ভারতের ধর্মনিরপেক্ষতা ও সহাবস্থানের চিরন্তন ঐতিহ্যের পরিপন্থী।

পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের সব দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে তারা। যেহেতু এই ঘটনায় অভিযুক্তরাও অপ্রাপ্তবয়স্ক, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More