কুসংস্কারের থাবায় শৈশব! মানত রক্ষায় শিশুকে শুইয়ে রাখা হল তপ্ত পোড়া কয়লায়
Updated: Oct 02, 2017, 03:46 PM IST
Updated: Oct 02, 2017, 03:46 PM IST
ওয়েব ডেস্ক: সারা শরীর কলাপাতায় মোড়া। নীচে তপ্ত কয়লার আঁচ। দেড় বছরের শরীর জ্বলে যাওয়া শিশুর কান্নার আওয়াজ মন ছুঁয়েছিল একেবারেই অচেনা কিছু মানুষের। অথচ সামনে বসে নিজের সন্তানের ওই দগ্ধ অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন তার বাবা-মা। আর সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করছিলেন ইশ্বরের কাছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ধারওয়াড় জেলার আল্লাপুরে।
কিন্তু কেন এমনটা ঘটল?
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বছর দুয়েক আগে ওই দম্পতি আল্লাপুরের এই দরগায় এসে মানত করেছিলেন। পুত্র সন্তান লাভের আশায় তাঁরা মানত করেন, কয়লার আগুন নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তাতে শুইয়ে রাখবেন নিজের সন্তানকে। রবিবার সেই মানত পূরণ করতেই দরগায় গিয়ে ওই কীর্তি করেছিলেন তাঁরা। স্থানীয় কিছু মানুষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিসবাহিনী।
তবে এই ঘটনায় অভিযুক্ত বাবা মায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি পুলিস। তাঁদের মানসিক অবস্থা খতিয়ে দেখার জন্য কাউন্সেলিংয়ের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে আবেদন করেছে পুলিস।