জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যোগীরাজ্যে ফের ধর্ষণের ঘটনা? কালিমালিপ্ত হল বারাণসীর মতো তীর্থস্থান? উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটল ভয়াবহ ঘটনা। দ্বাদশ শ্রেণির ছাত্রীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ! অভিযোগ, হুক্কা বারে দ্বাদশ শ্রেণির ওই তরুণীকে মাদক মিশ্রিত পানীয় খাওয়ানো হয়। তারপর তাঁকে সেখানে সাতদিন আটকে রেখে গণধর্ষণ করে ২৩ জন! অভিযুক্তদের ১৭ জন ফেরার, গ্রেপ্তার করা হয়েছে বাকি ৬ জনকে।
গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ঘটনাটি ঘটে। ডিসিপি-র কথায়, 'নির্যাতিতা একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নিয়মিত দৌড় অনুশীলনের জন্য ইউপি কলেজে যেতেন। ২৯ মার্চ এক বন্ধুর সঙ্গে বারাণসীর পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ।'
পুলিস সূত্রে আরও জানা যায়, গোপন জবানবন্দিতে ওই নির্যাতিতা নাকি জানিয়েছেন, ২৯ মার্চ এক বন্ধু তাঁকে ওই হুক্কা বারে নিয়ে গিয়েছিলেন। সেখানে আরও কয়েক জন যুবক ছিলেন। কথা বলার সময় কোনও ভাবে তাঁর নরম পানীয়তে তাঁরা মাদক মিশিয়ে দেন। মাদকের প্রভাবে প্রায় অচেতন হয়ে পড়েন তরুণী। এরপর সাত দিন ধরে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে একে একে ধর্ষণ করেন অন্তত ২৩ জন যুবক। অভিযুক্তদের মধ্যে কয়েক জন তরুণীর পূর্বপরিচিত ছিলেন বলেও জানিয়েছে পুলিস।
এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে নির্যাতিতার পরিবার ৪ এপ্রিল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তল্লাশিতে নেমেই অবশ্য তরুণীকে খুঁজে পায় পুলি। এবং সেই সময়ে, তরুণীর তরফে ধর্ষণের মতো কোনও ঘটনার কথাই পুলিস জানতে পারেনি। এমনকি তরুণীর পরিবারের পক্ষ থেকেও যৌন নির্যাতনের কোনও অভিযোগ প্রাথমিক ভাবে করা হয়নি। পরে, ৬ এপ্রিল লালপুর থানায় গণধর্ষণের অভিযোগ জমা পড়ে।
সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিল। এবং তদন্তে নেমেই ছ'জনকে আটক করে পুলিস। ১৭জনের কোনও খোঁজ মিলছে না। হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। দেখা হয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে, এফআইআরও দায়ের করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)