জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী ভয়ংকর! উনিশের তরুণের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে চোদ্দোর কিশোরী। সেই রাগে হাড়হিম কাণ্ড তরুণের। চোদ্দোর কিশোরীর এবং তার বারোর ভাইকে জ্যান্ত জ্বালিয়ে দিল। ভয়ংকর ঘটনাটি ঘটে পটনার বিহারে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হল শুভম ওরফে সানি কুমার এবং রৌশান কুমার। ৩১জুলাই স্কুল থেকে বাড়ি ফেরে ভাই-বোন। তারপর ঘটে হাড়হিম করা কাণ্ড। বাড়িতেই কিশোরীকে গলা টিপে খুন করা হয় এবং তার ভাইকে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। তারপর দুটো মৃতদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:Madhya Pradesh: পরকীয়ায় জড়িয়ে ঘরের বউ, একই পরিবারের চারজনের রহস্যমৃ*ত্যু! প্রেমিকই...
প্রতিবেশীরা তাদের বাড়ি থেক ধোঁয়া বের হতে দেখে তাদের মাকে খবর দেন। দুই ভাই-বোনের মা এইমস পটনার নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন। তিনি বাড়ি ফিরে তাঁর সন্তানদের মৃতদেহ উদ্ধার করে।
পটনার এসএসপি জানিয়েছেন যে, অভিযুক্তরা গত এক সপ্তাহ ধরে খুনের পরিকল্পনা করেছিল। তিনি আরও জানান, শুভম ওরফে সানি দুটো খুন করে। আর রৌশন প্রমাণ নষ্ট করতে সাহায্য করে। এসএসপির মতে, উভয় অভিযুক্তই মৃতদের বাড়িতে গিয়েছিল। তিনি বলেন যে শুভম প্রথমে ঘুমন্ত ভাইকে ইট দিয়ে মেরে খুন করে। তারপর কিশোরীকে খুন করে। তাদের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন:Former CM Shibu Soren Death: ঝাড়খণ্ডের তিনবারের মুখ্যমন্ত্রী! ৮১ বছর বয়সে প্রয়াত শিবু সোরেন...
আরও জানা যায়, শুভম সন্দেহ করেছিল যে কিশোরী হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। যখন শুভমের সঙ্গে কিশোরীর কথা বলা বন্ধ হয়ে যায়, তখন তার সন্দেহ আরও তীব্র হয়। অভিযুক্তের মতে, ১৪ বছর বয়সী কিশোরীর সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের অসম্মতির জন্য তা পরে শেষ হয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)