নিজস্ব প্রতিবেদন: চোখে ভারতের সেনা জওয়ান হওয়ার স্বপ্ন। প্রতিকূলতার নাম দারিদ্র। তাও হাল ছাড়েননি বছর ১৯-এর কিশোর। কর্মক্ষেত্র থেকে বাড়ির মধ্য়েকার ১০ কিলোমিটার রাস্তা দৌড়ে ফেরেন তিনি। দরিদ্রকে সঙ্গ করেই সকলের চোখের আড়ালে সেনার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। অনেকেই তাঁকে এ কালের একলব্য বলেও অভিহিত করছেন।
পরিচালক বিনোদ কাপরির (Filmmaker Vinod Kapri) সৌজন্যে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বছর ১৯-এর প্রদীপ মেহেরা (Pradeep Mehra)।
কে এই প্রদীপ মেহেরা?
উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা প্রদীপ মেহেরা (Pradeep Mehra)। ছোট থেকেই সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখেন। বাড়িতে রয়েছেন দাদা পঞ্কজ। মা অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। নয়ডার ১৬ সেক্টরের ম্যাকডোনাল্ড আউটলেটে কাজ করেন এই কিশোর। রোজ সকালে কাজে যেতে হয়। তাই সেনায় ভর্তির জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় পান না। কিন্তু তাতে কী? কোনও বাধাই দৃঢ় প্রতিজ্ঞ প্রদীপকে (Pradeep Mehra) লক্ষ্যচ্যুত করতে পারেনি। মধ্য রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা দৌড়ান এই কিশোর।
গাড়ি করে যাওয়ার সময় তাঁকে দেখতে পান পরিচালক বিনোদ কাপরি (Filmmaker Vinod Kapri)। প্রদীপের ভিডিও করে টুইটারে দেন তিনি। মুহুর্তে ভাইরাল হয়ে যায় কিশোরের কীর্তি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন, সেলেব এবং খেলোয়াড়রা।
This is PURE GOLD
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा pic.twitter.com/kjBcLS5CQu
প্রদীপ মেহেরাকে (Pradeep Mehra) সাহায্যের আশ্বাস দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল সতীশ দুয়া (Lt Gen Satish Dua)।
His Josh is commendable, and to help him pass the recruitment tests on his merit, I've interacted with Colonel of KUMAON Regiment, Lt Gen Rana Kalita, the Eastern Army Commander. He is doing the needful to train the boy for recruitment into his Regiment.
— Lt Gen Satish Dua (@TheSatishDua) March 21, 2022
Jai Hind https://t.co/iasbkQvvII
শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, কেভিন পিটারসেন, অভিনেতা ভিকি কৌশল, গাটক বাদশা প্রমুখ।
champions are made like this .. whether on sports field or anything they do in life .. He will be a winner thank you vinod for sharing this .. yes PURE GOLD https://t.co/2tzc28nbNu
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 20, 2022
This will make your Monday morning! What A Guy! https://t.co/RLknfAsCKE
— Kevin Pietersen(@KP24) March 21, 2022
আরও পড়ুন: Uttarakhand: হেরেও মুখ্যমন্ত্রী Pushkar Singh Dhami, টানা দ্বিতীয়বার মসনদে বিজেপি