জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে আগে তন্দুরি রুটি পাবে? এই নিয়ে বিয়েবাড়িতেই তুমুল ঝামেলা। ঝগড়া চরম পর্যায়ে গিয়ে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে শোকে পালটে যায়। হাতাহাতি করতে করতে দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে ৩ মে উত্তর প্রদেশের অমেঠিতে।
১৮ বছর বয়সী রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছর বয়সী এক কিশোরের মধ্যে বিয়েবাড়িতে এসে বচসা বাঁধে। বিয়েবাড়িতে তন্দুরি রুটি নিয়ে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটি চোখের পলকে হাতাহাতিতে পরিণত হয়ে মারাত্মক রূপ নেয়। তারা একে অপরকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এর ফলে তাদের দুজনেরই গুরুতর আঘাত লাগে।
ঘটনাস্থলেই নাবালক মারা যায়। এবং রবিকে চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। রামজীবন ভার্মা, যার মেয়ের বিয়ে হচ্ছিল তিনি বলেন, 'আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ আমাদের খবর দেওয়া হয় যে ঝগড়া শুরু হয়েছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন ছেলেরা ইতিমধ্যেই ঝগড়া করছে এবং নিজেদের গুরুতর আহত করেছে। এই সব ঘটেছে একটি রুটি নিয়ে।'
গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা (সিও) অখিলেশ ভর্মা জানিয়েছেন, পুলিস মৃতদেহটি তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)