Home> দেশ
Advertisement

Bihar Toddler Bite Cobra To Death: কামড়ে খেয়েও ফেলে কোবরার দেহ! তাও কীভাবে বেঁচে গেল ২ বছরের গোবিন্দ? কারণ ব্যাখ্যা চিকিৎসকদের...

Doctor Explained how the child Survived and the cobra died: সাপটি হাতে পেঁচিয়ে ধরতেই, শিশুটি কোবরাকে ধরে দাঁত দিয়ে কামড়ে দেয়। এমনকি কামড়ে সাপের দেহের কিছু অংশ গিলেও ফেলে। ডাক্তাররা বলছেন, গোবিন্দর ক্ষেত্রে বিষ... ফলাফল অন্য হত যদি...  

Bihar Toddler Bite Cobra To Death: কামড়ে খেয়েও ফেলে কোবরার দেহ! তাও কীভাবে বেঁচে গেল ২ বছরের গোবিন্দ? কারণ ব্যাখ্যা চিকিৎসকদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন কলিযুগের 'কৃষ্ণ বনাম কালিয়া'! ২ বছরের ছেলের কামড়ে প্রাণ হারাল কোবরা। আর বেঁচে গেল শিশুটি। বাড়ির সামনেই খেলছিল শিশুটি। সেই খেলার সময়ই বিষাক্ত কোবরা পেঁচিয়ে ধরে একরত্তির হাত। তখনই ২ বছরের ওই শিশু পালটা কামড় বসায় সাপের মাথায়। আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবরার (Bihar Toddler Bite Cobra To Death)। ওদিকে ওই শিশুটি প্রাথমিকভাবে অজ্ঞান হয়ে গেলেও, সবাইকে অবাক করে দিয়ে প্রাণে বেঁচে যায় সে। ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে এই ঘটনা। জোর চর্চা চলছে এই নিয়ে। কিন্তু কীভাবে সম্ভব হল এই মিরাক্যল? ডাক্তারি পরিভাষায় তার ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা (Doctor Explained Why the child Survived)। 

মরল কোবরা, বাঁচল শিশু...

গোবিন্দ কুমার নামের ওই শিশুর ঠাকুমা জানান, তাঁর নাতি কাঠের স্তূপের কাছে বসে ছিল। সাপটি হাতে পেঁচিয়ে ধরতেই, কেউ কিছু বলার আগেই সে সাপটিকে ধরে দাঁত দিয়ে কামড়ে ফেলে। এমনকি কামড়ে সাপের দেহের কিছু অংশ গিলেও ফেলে শিশুটি। এরপর সে জ্ঞান হারায়। ওদিকে পরে সাপটি মারা যায় Toddler Bite Cobra To Death))। স্থানীয়দের জন্য এই ঘটনাটি ছিল অদ্ভূত ও ভয়ের। এই ঘটনায় পাটনা সরকারি মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহকারি অধ্যাপক চিকিৎসক কুমার সৌরভ জানিয়েছেন, ওই শিশুটিকে আনার সময় তার মুখের চারপাশে ফোলাভাব ছিল। 

কেন বেঁচে গেল গোবিন্দ?

ডাক্তার জানিয়েছেন, ২ বছরের ওই শিশুর বেঁচে যাওয়ার পিছনে কারণ হল- কোনও সাপ যখন কাউকে কামড়ায়, তখন বিষ রক্তে মিশে যায়। সোজা গিয়ে তখন সেই বিষ স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। যে কারণে জটিল ও গুরুতর শারীরিক পরিস্থিতির তৈরি হয়। যা মৃত্যুর কারণ হয়। কিন্তু গোবিন্দর ক্ষেত্রে, বিষ পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। এখন মানুষের পরিপাকতন্ত্র কিছু ক্ষেত্রে বিষ ভেঙে ফেলতে ও তাকে প্রশমিত করতে সক্ষম হয়। ফলে সেই বিষ থেকে আর কোনও ক্ষতি হয় না। বরং তা উলটে আরও ক্ষতি প্রতিরোধ করে। ডাক্তার আরও বলেন, যদি খাদ্যনালীতে কোনও আলসার বা অভ্যন্তরীণ ক্ষত থাকত, যেখান থেকে রক্তক্ষরণ হতে পারে, তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। এর উলটোটাও ঘটতে পারত। কিন্তু এই ক্ষেত্রে এমন কোনও সমস্যা শিশুটির ছিল না। ফলে শিশুটি এক্ষেত্রে ভাগ্যবান হয় ও বেঁচে যায়। 

কৃষ্ণ বনাম কালিয়া...

প্রসঙ্গত, ভগবান কৃষ্ণ ও বিষাক্ত সাপ কালিয়ার লড়াইয়ের কথা লেখা আছে পুরাণে। যেখানে ছোট্ট কৃষ্ণ যখন বৃন্দাবনে যমুনা নদীর ধারে খেলছিলেন, তখন কালিয়া নামে এক বিষধর নাগ যমুনার জলে আতঙ্ক তৈরি করেছিল। সেইসময় ছোট্ট কৃষ্ণ কালিয়ার সঙ্গে লড়াই করেন। শেষে তাকে পরাজিত করে কালিয়ার মাথায় উঠে নৃত্য করেন। বিহারের এই ঘটনা যেন পুরাণের সেই কাহিনীর প্রতিচ্ছবি!

আরও পড়ুন, Maharashtra Children's Home incident: 'শিশুদের সুখী বাড়ি'তেই নাগাড়ে ধ*র্ষ*ণ HIV আক্রান্ত নাবালিকাকে! ৪ মাসের প্রেগন্যান্ট কিশোরীকে তারপর...ভয়াবহ! নারকীয়!

আরও পড়ুন, Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভো*গদখলের পালা... অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধ*র্ষ*ণ! ভয়ংকর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More