Home> দেশ
Advertisement

উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় আহত ২২

ফের উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা। লখনউয়ের কাছে মাহোবা এবং কুলপাহাড় স্টেশনের মাঝে গভীর রাতে লাইনচ্যুত জাবালপুর থেকে নিজামুদ্দিনগামী মহাকোশল এক্সপ্রেসের ৮টি বগি। জখম কমপক্ষে ২২ জন। ভারতীয় রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে ২২ জন আহতদের মধ্যে ১৯ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।  

উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় আহত ২২

ওয়েব ডেস্ক: ফের উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা। লখনউয়ের কাছে মাহোবা এবং কুলপাহাড় স্টেশনের মাঝে গভীর রাতে লাইনচ্যুত জাবালপুর থেকে নিজামুদ্দিনগামী মহাকোশল এক্সপ্রেসের ৮টি বগি। জখম কমপক্ষে ২২ জন। ভারতীয় রেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে ২২ জন আহতদের মধ্যে ১৯ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।  

ঝাঁসি, বান্দ্রা এবং নিজামুদ্দিন রেলের বিশেষ হেল্প কিওস্ক চালু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ঘটনাস্থলের পথে রওনা দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।

Read More