জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি হাসপাতালে ২৫ বছরের নার্সিং পড়ুয়াকে গুলি করে খুন। অভিযুক্ত নিহতের শ্বশুর। জানা গিয়েছে, নিহত রাহুল কুমার দারভাঙ্গা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সেখানেই তাঁকে তাঁরই স্ত্রী তনুর সামনে খুন করা হয় বলে অভিযোগ। যিনি ওই হাসপাতালেরই প্রথম বর্ষের নার্সিং ছাত্রী।
আরও পড়ুন:Lucknow: বিয়ের ছ'মাসেই নববধূর রহস্যমৃ*ত্যু! নেভি অফিসার স্বামীই খু*নি?
জানা গিয়েছে, গত চার মাস আগেই তনু এবং রাহুল বিয়ে করেন। কিন্তু তাদের ভিন্ন জাত হওয়ায় তনুপর পরিবার বিয়েটা মেনে নেয়নি। অন্যদিকে, বিয়ে করা সত্ত্বেও রাহুল ও তনু কলেজের একই ব্লিডিংয়ের অন্য ফ্লোরে থাকতেন।
ঘটনার দিন খুনের পর রাহুলের বন্ধুরা তনুর বাবা প্রেমশঙ্করকে বেধড়ক মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে খবর, উন্নত চিকিত্সার জন্য তাকে পটনায় রেফার করা হয়েছে।
নিজের চোখের সামনে তনুর ভালোবাসার মানুষ-স্বামীকে খুন করা হয়। ঘটনার পর তিনি রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তনু পুলিসকে জানান, তিনি একজন হুডি পরা লোককে রাহুলের কাছে আসতে দেখেন। এবং তিনি বুঝতে পারেন যে, সেই লোকটা তাঁরই বাবা। তনু বলেন, 'তার কাছে একটি বন্দুক ছিল। সে আমারই বাবা প্রেমশঙ্কর ঝা। সে আমার চোখের সামনে আমার স্বামীর বুকে গুলি করে। আমার স্বামী আমার কোলে ঢলে পড়েন।'
তনু জানান, তাঁর বাবা রাহুলকে গুলি করে খুন করে। যদিও এই ঘটনার বিষয়ে তনুর বাড়ির বাকি সদস্যরা অবগত ছিলেন না। তনু আরও বলেন, 'বিয়ের পর আমরা আদালতের দ্বারস্থ হই। সেখানে গিয়ে জানিয়েছিলাম যে আমার বাবা এবং ভাইয়েরা আমার এবং আমার স্বামীর ক্ষতি করতে পারে।'
আরও পড়ুন:Plane Crash: ল্যান্ড করার আগেই ভেঙে পড়ল বিমান! ভয়াবহ আগুনে পুড়ে ছাই, মৃ*ত...
গুলি চালানোর পর, রাহুলের বন্ধুরা এবং অন্যান্য হোস্টেল বোর্ডাররা অভিযুক্তে বেধড়ক মারধর করে। এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালের ভিডিয়োতে দেখা যায়, খুনের পর সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যেকে রাহুলের জন্য ন্যায়বিচারের দাবি জানায়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দারভাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট কৌশল কুমার এবং সিনিয়র পুলিস সুপার জগন্নাথ রেড্ডি হাসপাতালে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। এসপি বলেন, 'আমরা প্রথমে খবর পাই যে একজন বিএসসি পড়ুয়াকে গুলি করে খুন করা হয়েছে। পরে জানতে পারি যে, তিনি তাঁর এক সহপাঠীকে প্রেম করে বিয়ে করেন। মেয়েটির বাবা এসে তাকে খুন করে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)