জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৬ বছরে চরম সিদ্ধান্ত এক ছাত্রী। ডিনারের পর নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, ২৬ বছরের রুচি উত্তরপ্রদেশের আমরোহার দেহরা মিলাক গ্রামের বাসিন্দা। রুচি প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক (টিজিটি) পরীক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ডিনার করার রুচি নিজের ঘরে চলে যায়। শুক্রবার বেলা গড়ালে রুচির কোনও সাড়া না পেলে পরিবারের লোকেরা তার ঘরে যায়। দরজায় কড়া নাড়লে কোনও সাড়া দেয়নি রুচি। জানলা দিয়ে দেখলে সবাই দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছে তাদের মেয়ে।
यूपी के जिला अमरोहा में छात्रा ने फांसी लगाकर जान दे दी। मरने से पहले हाथ पर सुसाइड नोट लिखा। इसमें अरुण को मौत का जिम्मेदार बताया।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 1, 2025
छात्रा एक दिन किसी की बाइक पर बैठकर कॉलेज जा रही थी। अरुण ने Video बना ली। ब्लैकमेल करता रहा। कभी फिजिकल रिलेशन बनाने का दबाव डालता, कभी पैसे… pic.twitter.com/lJ7kuhOXnR
পুলিস আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়। সেই নোট তরুণী নিজের হাতের তালুতে লিখে গিয়েছে। রুচি তাঁর মৃত্যুর জন্য অরুণ নামে একজনকে দায়ী করেন।
রুচি এক ব্যাক্তির বাইকে চেপে কলেজে যাচ্ছিল। গ্রামেরই ওই ব্যাক্তি অরুণ লুকিয়ে সেটার ভিডিয়ো করে রাখে। তারপর তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করে। রুচিকে হুমকি দেয় যে গ্রামবাসীদের মধ্যে ওই ভিডিয়ো শেয়ার করে দেবে।
আরও পড়ুন:Pune: জিমে ব্যায়াম করার পর জল খাচ্ছিলেন! তারপর ঘুরে দাঁড়াতেই ধপ করে পড়তেই শেষ...
বারবার অরুণ রুচির উপর চাপ সৃষ্টি করতে থাকে। এমনকী তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোর করতে থাকে। রুচি যখন তার দাবি মানতে নাকচ করে দেয়। তখন অরুণ ভিডিয়োটি গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেয়। যার জন্য জনসমক্ষে তাকে অপমান করা হয়। অপমান সহ্য করতে না পেরে, লজ্জায় রুচি আত্মহত্যা করেন।
পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরুণ এবং তার ভাই সুশীলের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। পুলিস জানিয়েছে যে তদন্তের পর শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)