জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দারিদ্র্যের গাঢ় অন্ধকার। দরিদ্রতার করাল থাবা। আর সেই চরম দারিদ্র্য-ই বাবা-মাকে বাধ্য করল মাত্র ২০,০০০ টাকার বিনিময়ে পেটের সন্তানকে বিক্রি করে দিতে! মাত্র ২৮ দিনের শিশুকন্যাকে ২০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলায়।
পুলিস জানিয়েছে, পার্শ্ববর্তী বারগড় জেলার পাইকামালে এক দম্পতির বাড়ি থেকে ওই২৮ দিনের সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে পুলিস। তারপর শিশু কল্যাণ কমিটির হাতে ওই শিশুকে হস্তান্তর করা হয়। ওড়িশার বোলাঙ্গির জেলার টিটিলাগড় মহকুমার ভালেইগাঁও পঞ্চায়েতের অন্তর্গত বাগডেরা গ্রামে শিশু বিক্রির অভিযোগ ওঠে। পুলিস জানতে পারে, নীলা এবং কনক রানা নামে এক দম্পতি তাদের নবজাতক কন্যাকে ২০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে।
যদিও পাইকমাল দম্পতি শিশুটিকে কেনার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেছেন, বাবা-মায়ের দারিদ্র্যের কথা মাথায় রেখেই তাঁরা শিশুটিকে লালন-পালনের জন্য এনেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, নীলা ও কনক দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। নীলার প্রথম পক্ষের ৩ মেয়ে রয়েছে। ওদিকে কনকেরও আগের পক্ষের এক মেয়ে রয়েছে।
আর্থিক অনটনের কথা উল্লেখ করেই রানা দম্পতি দাবি করেছেন যে, নবজাতককে তাঁরা বিক্রি করেননি। ভালোভাবে লালন-পালনের জন্যই অন্য পরিবারের কাছে হস্তান্তর করেছিলেন মাত্র। তাঁদের কথায়, "আমরা তাকে বিক্রি করিনি। আমরা ভালো লালন-পালনের জন্যই শিশুটিকে দিয়েছিলাম। টাকার জন্য নয়।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)