Home> দেশ
Advertisement

Infant Sold By Parents: পেটের দায়ে পেটের সন্তানকে বিক্রি! ২৮ দিনের শিশুকন্যার ২০,০০০ টাকা 'দাম' নিলেন বাবা-মা...

Parents sold 28 days old newborn: নবজাতক কন্যাকে ২০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বাবা-মা। যদিও তাঁদের কথায়, "আমরা বিক্রি করিনি। ভালো লালন-পালনের জন্য দিয়েছিলাম। টাকার জন্য নয়।"

Infant Sold By Parents: পেটের দায়ে পেটের সন্তানকে বিক্রি! ২৮ দিনের শিশুকন্যার ২০,০০০ টাকা 'দাম' নিলেন বাবা-মা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দারিদ্র্যের গাঢ় অন্ধকার। দরিদ্রতার করাল থাবা। আর সেই চরম দারিদ্র্য-ই বাবা-মাকে বাধ্য করল মাত্র ২০,০০০ টাকার বিনিময়ে পেটের সন্তানকে বিক্রি করে দিতে! মাত্র ২৮ দিনের শিশুকন্যাকে  ২০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলায়

পুলিস জানিয়েছে, পার্শ্ববর্তী বারগড় জেলার পাইকামালে এক দম্পতির বাড়ি থেকে ওই২৮ দিনের সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে পুলিস। তারপর শিশু কল্যাণ কমিটির হাতে ওই শিশুকে হস্তান্তর করা হয়ওড়িশার বোলাঙ্গির জেলার টিটিলাগড় মহকুমার ভালেইগাঁও পঞ্চায়েতের অন্তর্গত বাগডেরা গ্রামে শিশু বিক্রির অভিযোগ ওঠে। পুলিস জানতে পারে, নীলা এবং কনক রানা নামে এক দম্পতি তাদের নবজাতক কন্যাকে ২০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে

যদিও পাইকমাল দম্পতি শিশুটিকে কেনার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেছেন, বাবা-মায়ের দারিদ্র্যের কথা মাথায় রেখেই তাঁরা শিশুটিকে লালন-পালনের জন্য এনেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, নীলা ও কনক দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। নীলার প্রথম পক্ষের ৩ মেয়ে রয়েছে। ওদিকে কনকেরও আগের পক্ষের এক মেয়ে রয়েছে।

আর্থিক অনটনের কথা উল্লেখ করেই রানা দম্পতি দাবি করেছেন যে, নবজাতককে তাঁরা বিক্রি করেননিভালোভাবে লালন-পালনের জন্যই অন্য পরিবারের কাছে হস্তান্তর করেছিলেন মাত্র। তাঁদের কথায়, "আমরা তাকে বিক্রি করিনি। আমরা ভালো লালন-পালনের জন্যই শিশুটিকে দিয়েছিলাম। টাকার জন্য নয়।"

আরও পড়ুন, Woman kills HIV positive brother: এইডস আক্রান্ত ভাই! চিকিৎসা করানোর নামে দিদি নিজের হাতেই ভাইকে... একী করলেন! হতভম্ব সবাই...

আরও পড়ুন, Father poisons children: স্ত্রী ছেড়ে যেতেই ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েকে কোল্ড ড্রিংকসে বি*ষ দিয়ে মা*রল বাবা! নিজেও... মর্মান্তিক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More