Home> দেশ
Advertisement

বদ্ধ গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে ৪ শিশুর মৃত্যু

বদ্ধ গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে ৪ শিশুর মৃত্যু

অপরিচিত লোকের পার্ক করা গাড়ি খোলা পেয়ে উঠে পড়েছিল ৪ শিশু। আর সেই গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে তামিল নাড়ুতে।

চার থেকে ১০ বছর বয়সী ওই ৪ শিশু তামিল নাড়ুর তুতকরিন জেলার বেদান্তম গ্রামে পরিবারের সঙ্গে উত্‍সব উপলক্ষে মন্দিরে এসেছিল। যেই গাড়ির মধ্যে ঘটনাটি ঘটেছে ঋণ শোধ করতে না পারার কারণে সেই গাড়ি হস্তগত করেছে পুলিস। মৃত শিশুদের অভিভাবকরা প্রথমে সন্তানদের দেহ নিতে অস্বীকার করলেও পরে পুলিসের কাছ থেকে দেহ নিয়ে যান তাঁরা।

মিস মুথাম্মল নামে শিশুদের এক আত্মীয় জানান, এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া উচিত্‍। কেউ নিজের গাড়ি লক করে যায়নি বলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিস। এক সিনিয়র আধিকারিকের বক্তব্য অনুযায়ী শিশুরা গাড়িটিকে লক করে ফেলেছিল। কিন্তু তারা জানত না কীভাবে গাড়ি খুলতে হয়।

 

Read More