জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে একের পর এক ক্রাইমের ঘটনা। বিকৃত যৌনতা থেকে রেহাই পাচ্ছে না একরত্তিরাও। এবার এরকমই এক নৃশংস ঘটনা ঘটল লখনউয়ে। চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলভ্যানের চালকের বিরুদ্ধে। মেয়েটি বাড়িতে গিয়ে ইশারার ভঙ্গিতে সমস্ত ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে, পুলিস একটি মামলা দায়ের করেছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহম্মদ আরিফ। পুলিসের ডেপুটি কমিশনারের জানিয়েছেন, এই ঘটনায় দু’টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। মেয়েটি বাড়ি ফিরে এসে মাকে ঘটনাটি জানায়। মেয়ের কথা জেনে পরিবার হতবাক হয়ে যায়। শিশুটির মা তখনই স্কুলে যান বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই সময় অভিযুক্ত চালক মেয়েটির মাকে হুমকিও দেয়। স্কুল কর্তৃপর্ক্ষও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।
শিশুটির মায়ের কথায়, 'ওই গাড়ি স্কুলেরই। ও আমাকে গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। জায়গাটা দেখে বুঝতে পারি কোনওভাবে আঘাত লেগেছে। আমি এই ঘটনা প্রিন্সিপালকেও জানাই। তিনি বলেন তিনি বিষয়টি দেখবেন। তারপর আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তিনি ওকে পরীক্ষা করে বলেন ওর গোপনাঙ্গে কিছু ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এরপর স্কুল আমাকে বলে যে এই নিয়ে অভিযোগ জানালে আমার বাচ্চার ভবিষ্যৎ, স্কুলের সম্মান নিয়ে টানাটানি হবে। তারপর ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জামায় হালকা রক্তের দাগও দেখতে পান বলে অভিযোগ। পুলিসের অভিযোগ, ধর্ষণের সময় শিশুটি হয়তো খারাপ কিছু হচ্ছে ভেবেই প্রতিবাদ করেছিল, তখন তাকে অভিযুক্ত মারধর করে, ভয় দেখায়। ফলে সে ভয় পেয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)