Home> দেশ
Advertisement

Brutal Gangrape: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৫ নাবালিকা কিডন্যাপড! তারপর ১২ বর্বর মিলে...

Jharkhand Gangrape: বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাঁচ বন্ধুকে অপহরণ। একজন বেঁচে ফিরলেও। বাকিদের নৃশংস ধর্ষণের অভিযোগ ১০-১২ নাবালকের বিরুদ্ধে।

Brutal Gangrape: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৫ নাবালিকা কিডন্যাপড! তারপর ১২ বর্বর মিলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ি থেকে পাঁচ বন্ধু বাড়ি ফিরছিল। আচমকাই রাস্তা থেকে তাদের তুলে নিয়ে গেল ১০ থেকে ১২ নাবালক। নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে, ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। ঘটনাটি পুলিসের কাছে আসে গত রবিবার। পুলিস ইতোমধ্যেই পুলিস ১০-১২ অভিযুক্তকে আটক করেছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি রাতে পাঁচ বন্ধু একটি বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় ১০-১২ নাবালক মিলে তাদের পিছনে ধাওয়া করে। উত্ত্যক্ত করা শুরু করে। তাদের চেপে ধরে নির্জন পাহাড়ে নিয়ে যায়। নাবালিকা মেয়েদের মধ্যে একজন এক অভিযুক্তের হাতে কামড় বসিয়ে পালিয়ে যায়। বর্বররা বাকি চার নাবালিকাকে তাদের সঙ্গে নিয়ে যায়।

আরও পড়ুন:Paschim Bardhaman: ইভটিজারদের হাত থেকে নিজেকে বাঁচাতে ভুল রাস্তায় গাড়ি, দুর্ঘটনায় মৃত সুতন্দ্রা!

সেই নাবালিকা পালিয়ে গিয়ে গ্রামে যায়। গ্রামবাসীদের পুরো বিষয়টি জানায়। তার কথা শুনেই গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাদের মধ্যে এক ১০ বছরের নাবালিকা জানিয়েছে, তিনজন মিলে তাকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। অন্য একজন জানিয়েছে, সাতজন মিলে তাকে ধরে বেঁধে রেখেছিল। তাদের মধ্যে তিনজন তাকে ধর্ষণ করে। অন্য একজনের জবানবন্দি নেওয়া এখনও পর্যন্ত নেওয়া যায়নি।

অতিরিক্ত পুলিস সুপার ক্রিস্টোফার কেরকেটা বলেন, 'রবিবার পুলিসকে ঘটনাটি জানানো হয়।' নির্যাতিতাদের জবানবন্দি নেওয়ার পর পুলিস অ্যাকশনে আসে। তাদের অভিযোগের ভিত্তিতে ১০-১২ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস আশ্বাস দিয়েছে যে, শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More