Home> দেশ
Advertisement

Brutal Rape Case: গোপনাঙ্গে ভয়ংকর কামড়ে ২৮ সেলাই! নৃশংস ধর্ষণ পাঁচ বছরের শিশুকন্যাকে...

Madhya Pradesh Shocker: নৃশংস ধর্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরের শিশুকন্যা। গোপানাঙ্গে একাধিক  কাটা, আঁচড় এবং কামড়ের দাগ। যার জেরে ২৮ সেলাই করা হয় তার যৌনাঙ্গে।

Brutal Rape Case: গোপনাঙ্গে ভয়ংকর কামড়ে ২৮ সেলাই! নৃশংস ধর্ষণ পাঁচ বছরের শিশুকন্যাকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরের শিশুকন্যা। নৃশংস, নারকীয় বললেও কম হবে। ভয়ংকর ধর্ষণের পর হাসপাতালে চিকিত্‍সাধীন সে। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, শিশুটির যৌনাঙ্গে গভীর ক্ষত আছে। যার জন্য ২৮ সেলাই এবং কোলোস্টোমির জন্য অস্ত্রোপচার প্রয়োজন। অভিযুক্ত একজন ১৭ বছরের নাবালক। ইতোমধ্যেই পুলিস তাকে গ্রেফতার করেছে। 

পুলিস জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। নেশার ঘোরে সে মানুষরূপী দানবের আকার ধারণ করে। ধর্ষণের আগে সে নির্যাতিতা মাথা বেশ কয়েকবার দেওয়ালে ধাক্কা দেয়। তারপর তার উপর নারকীয় অত্যাচার চালায়। মাথায় আঘাত ছাড়াও নির্যাতিতার শরীর এবং গোপানাঙ্গে একাধিক  কাটা, আঁচড় এবং কামড়ের দাগ ছিল।

টানা দু'ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিত্‍সকেরা নির্যাতিতা শিশুটিকে স্থিতিশীল অবস্থায় আনতে পেরেছে। তবে এখনও পর্যন্ত তার অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। তবে এখন সে তার জ্ঞানে রয়েছে। কিন্তু ঘটনার পর থেকে সে এখনও পর্যন্ত কোনও কথা বলেনি।

আরও পড়ুন:SEBI Chairman: সরলেন 'বিতর্কিত' মাধবী, SEBI চেয়ারম্যান এবার তুহিনকান্ত

জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে শিবপুরীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। প্রায় দু'ঘণ্টা পর তাকে এক  প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে অজ্ঞান, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবার অভিযুক্তের মৃত্য়ুদণ্ডের দাবি জানিয়েছে। নির্যাতিতার মা বলেন, 'ওকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে মারা উচিত।'

অন্যদিকে, কংগ্রেস এবং বিজেপির নেতারা দ্রুত বিচার আদালত গঠন এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। নেতারা জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More