Home> দেশ
Advertisement

Jamuna River: প্রবল গরমে কাহিল! যমুনা নদীতে নামতেই ৫ কিশোরী... ভয়ংকর কাণ্ড

Jamuna River:  'নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে'।

Jamuna River: প্রবল গরমে কাহিল! যমুনা নদীতে নামতেই ৫ কিশোরী... ভয়ংকর কাণ্ড

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তীব্র গরমে পুড়ছে  উত্তর ভারত। একটু স্বস্তি পেতে গিয়ে বেঘোরে প্রাণ গেল ৬ কিশোরীর। ভয়াবহ দুর্ঘটনা ঘটল আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় যমুনা নদীতে।

আরও পড়ুন:  CJI B.R. Gavai on joining politics of Justice after retirement: বিচারপতিরা অবসরের পরই রাজনীতির আসরে নামলে, জনগণের আস্থার ভিত নড়ে যায়: CJI গাভাই

স্থানীয় সূত্রের খবর, যমুনা নদীর পাশেই একটি খেতে কাজ করত ওই ৬ কিশোরী। গরম হাত থেকে বাঁচতে যমুনা নদীতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর ধারে খেলতে খেলতে রিলস বানাচ্ছিল ওই ৬ কিশোরী। এরপর যখন আস্তে আস্তে নদীতে নামতে থাকেন, তখন প্রবল স্রোতে তলিয়ে সকলেই। প্রথমে চারজনের মৃত্য়ুর খবর মিলেছিল। পরে হাসপাতালে চিকিত্‍সা চলাকালীন মৃত্যু হয় বাকি দু'জনেরও। মৃতের সকলেই একই পরিবারের সদস্য ও একই গ্রামেই থাকত।

কিশোরীদের এক আত্মীয় বলেন, 'নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে'। গ্রামের শোকের ছায়া। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন:  Justice Yaswant Verma Impeachment: নগদ উদ্ধারের জের! সুপ্রিম কোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে ইমপিচ করার পথে কেন্দ্র...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More