Home> দেশ
Advertisement

7 Year Old boy Death: ট্রান্সফর্মারের কাছে বল, কুড়োতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুত্‍স্পৃষ্ট সাতের শিশু! ওখানেই...

Lucknow: ৭ বছরের শিশুর মর্মান্তিক। ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বল কুড়োতে গিয়ে খোলা ট্রান্সফরমারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

7 Year Old boy Death: ট্রান্সফর্মারের কাছে বল, কুড়োতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুত্‍স্পৃষ্ট সাতের শিশু! ওখানেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক! ৭ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। ক্রিকেট বল কুড়োতে গিয়ে খোলা ট্রান্সফর্মারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গিয়েছে, শিশুটি পার্কে ক্রিকেট খেলছিল। তখন তাকে ট্রান্সফর্মারে পাশে পড়ে যাওয়া বল কুড়োতে পাঠানো হয়। বল তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন:Road Accident: মায়ের দর্শন সেরে বাড়ি ফিরছিলেন! ২৫ পুণ্যার্থীকে নিয়ে গাড়ি পড়ল খালে, মৃ*ত শিশু-সহ...

শিশুটির মৃত্যুতে পার্কের আশপাশে থাকা মানুষদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্কের মতো জায়গায় এমন প্রাণঘাতী অব্যবস্থাপনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রশ্নের মুখে প্রশাসন:
ভিডিয়োতে দেখা যায়, এলাকাবাসী ওই ঘাতক ট্রান্সফর্মারের কাছে জড়ো হয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা প্রশাসনের দিকে আঙুল তোলে। এবং শিশুদের পার্কে এমন খোলা ট্রান্সফর্মারের বিষয়টি নিয়ে প্রশাসনকে দায়ী করছেন এবং অবহেলার অভিযোগ তুলেছেন। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:UP Shocker: দিনের পর দিন মারধর, খুনের হুমকি! পুলিসের স্ত্রীই নির্যাতিতা... ভয়ংকর শেষ ভিডিয়োয়...

নেটিজেনদের প্রতিক্রিয়া:
এক ব্যক্তি ভিডিয়োটি 'এক্স'-এ শেয়ার করে লিখেছেন, 'ওদের গাফিলতি, আমাদের মৃত্যু। একটা ছোট্ট বাচ্চা বল তুলতে গিয়ে ট্রান্সফর্মারে আটকে গিয়ে মারা গেল।'

আরেকজন নেটিজেন সরকারকে 'মৃত্যুর ব্যবসায়ী' বলে অভিযুক্ত করেছেন। তিনি পোস্টে লেখেন, 'না আছে ঘেরা, না কোনও সতর্কবার্তার বোর্ড, না কোনও সুরক্ষা ব্যবস্থা। স্মার্ট সিটির ফাঁপা দাবির মধ্যে প্রতিটি রাস্তা আর পাড়ায় মৃত্যু যেন ঝুলে থাকে-খোলা ট্রান্সফর্মার, বর্ষায় বিদ্যুৎ ছড়ানো আর প্রশাসনের গাফিলতি! আর কতদিন এই নিষ্পাপ শিশুরা নিজেদের জীবন দিয়ে সরকারের ব্যর্থতার মূল্য চুকিয়ে যাবে?'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More