Home> দেশ
Advertisement

Uttarkashi Cloudburst: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! নিখোঁজ ১০ সেনাও! উদ্ধারকাজ চালাতে গিয়ে...

Uttarkashi Cloudburst: এবার ভয়ংকর প্লাবন উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গায়। ভয়ংকর ক্লাউডবার্স্টে ভেসে গিয়েছে ধারালি গ্রাম। এখনও মৃত ৪। খোঁজ নেই পঞ্চাশ জনেরও বেশি মানুষের।

Uttarkashi Cloudburst: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! নিখোঁজ ১০ সেনাও! উদ্ধারকাজ চালাতে গিয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  ভয়াল মেঘভাঙা বৃষ্টিতে মুছে গিয়েছে গ্রাম! চাপা পড়েছে ঘরবাড়ি, গাছপালা। উত্তরাখণ্ডের উদ্ধার কাজ চালাতে গিয়ে কমপক্ষে ১০ জন সেনাও নিখোঁজ বলে খবর। এখনও মৃত ৪। খোঁজ নেই পঞ্চাশ জনেরও বেশি মানুষের।

আরও পড়ুন:  Flood in Varanasi: ভয়াবহ বন্যা কাশীধামে! জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা! প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত...

কখনও হিমাচল, কখনও উত্তরাখণ্ড। ক্লাউডবার্স্ট, ফ্ল্যাশফ্লাডে, বৃষ্টি-ধসে ব্যতিব্যস্ত বিস্তীর্ণ হিমালয়। এবার ভয়ংকর প্লাবন ক্ষীর গঙ্গায়, ধারালি গ্রামে।  গঙ্গোত্রী ধামে যেতে গেলে এখানে থামেন তীর্থযাত্রীরা।  ভয়াল বন্যায় ২৫টির মতো হোটেল-হোমস্টে ধ্বংস হয়ে গিয়েছে। ১০ থেকে ১২ জন শ্রমিক ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা।

কোথায় ধস?

এবার ভয়ংকর প্লাবন উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গায়। ভয়ংকর ক্লাউডবার্স্টে ভেসে গিয়েছে ধারালি গ্রাম। গঙ্গোত্রী ধামে যেতে গেলে এখানে থামেন তীর্থযাত্রীরা। ভয়াল বন্যায় এই ধারালির ২৫টির মতো হোটেল-হোমস্টে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। ১০ থেকে ১২ জন শ্রমিক এই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। এক স্থানীয় ব্যক্তি রাজেশ পানওয়ার বলেছেন, ক্ষীরগঙ্গার ক্যাচমেন্ট এরিয়ায় এই ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। আর তে থেকেই এই ভয়াল ধ্বংসকামী প্লাবনের সৃষ্টি!

ডুবল মন্দির?

বন্যায় ধারালি মার্কেটের বিপুল ক্ষতি হয়েছে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। লোকজন ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। ক্ষীরগঙ্গার ধারেই আছে প্রাচীন কল্পা কেদার মন্দির। সেই মন্দিরও ঢাকা পড়ে গিয়েছে বলে খবর।

হিমালয়ে বারবার

প্রসঙ্গত, এবার বর্ষায় হিমালয়ে বারবার অঘটন ঘটেছে। কখনও উত্তরাখণ্ডে কখনও হিমাচলে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু খুবই শঙ্কিত ছিলেন এ নিয়ে। সেখানে কাজে নেমে পড়েছে স্পেশাল টিম। টিমটি খুঁজবে, বর্ষায় বারবার বিপর্যয় কেন হিমাচলে? পাঁচজনের এই সেন্ট্রাল টিমটির নেতৃত্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাডভাইসর কর্নেল কেপি সিং। হিমাচলে এবার ভয়াবহ এই ক্লাইডবার্স্টগুলিতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব করার জন্য অমিত শাহ এই টিম পাঠাবেন বলে কথা দিয়েছিলেন। মাত্র ১৫ মিনিটেই ভোলবদলে গিয়েছিল নদীর। আচমকা বিপুল জল নেমে এসেছিল নদীখাতে! কাছাকাছি ছোট্ট একটি জলবিদ্যুৎ কেন্দ্র ছিল। কয়েকজন কর্মী নিকটস্থ অঞ্চলেই থাকতেন।

আরও পড়ুন: Noida youth richer than Ambani: সেভিংস অ্যাকাউন্টে ১০,০১,৩৫,৬০,০০,০০,০০,০০,০০,০১,০০,২৩,৫৬,০০,০০,০০,০০,২৯৯ টাকা! আম্বানির চেয়েও ধনী নয়ডার যুবক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More