Home> দেশ
Advertisement

Bengaluru: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে 'গণধর্ষণ', গ্রেফতার ৪ সাতারু

ধৃতদের পুলিস হেফাজতের নির্দেশ আদালতের।

Bengaluru: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে 'গণধর্ষণ', গ্রেফতার ৪ সাতারু

নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে 'গণধর্ষণ'। ৪ সাতারুকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, এ রাজ্যেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। বেঙ্গালুরুতে একটি বেসরকারি নার্সিংহোমে চাকরি করতেন নির্যাতিতা। অভিযুক্তদের মধ্যে একজন ছিল তাঁর পূর্ব পরিচিত। ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল।

আরও পড়ুন: Kanpur Lovers Burnt: গায়ে আগুন লাগিয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরল প্রেমিক, এ কেমন ভালবাসা!

নির্যাতিতার দাবি, ২৪ মার্চ তাঁকে নিজের ফ্ল্য়াটে দুপুরে খাবার নিমন্ত্রণ করে ওই যুবক। ওই ফ্ল্যাটেই থাকত অভিযুক্তের আরও ৩ বন্ধু। ৪ মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিনে নির্যাতিতাকে উদ্ধার করে তাঁর এক বন্ধু। সেদিনই অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সঞ্জয়নগর থানায়। শেষপর্যন্ত বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।  অভিযুক্তেরা সকলেই দিল্লির বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে তারা বেঙ্গালুরুতে এসেছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Fuel Price Hike: আরও দামি পেট্রল-ডিজেল, বৃহস্পতিবার সকাল থেকে লিটারে গুনতে হবে অতিরিক্ত মূল্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More