নিজস্ব প্রতিবেদন: মাঝ রাতে চার মদ্যপের হাতে নিগৃহীত হলেন এক কনস্টেবল। তাঁর ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়া হয়। কূটক্তি, শারীরিক নিগ্রহ কোনওটাই বাদ যায়নি। কার্যত অসহায় হয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওই কনস্টেবল। এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ের হাইরোডে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস।
ঘটনাটি ঘটে গত ১৪ জুন। হাইরোডে টহল দেওয়ার সময় অভিযুক্তদের গাড়ি আটকায় ওই কনস্টেবল। এর পর গাড়ি থেকে বেরিয়ে তারা চড়াও হয়। অভিযুক্তরা সবাই মদ্যপ ছিল বলে অভিযোগ। কনস্টেবলের ওয়াকি-টকি ছিনিয়ে নিয়ে গালিগালাজ শুরু করে।
This incident took place in Chennai!
— Mahesh Vikram Hegde (@mvmeet) June 21, 2019
These "Dara Hua" youths assaulted a Cop for doing his duty!
Name of these drunk youths are Mohammed Akbar, Mohammed, Rizwan, Sulaiman
Now you decide who is intolerant! pic.twitter.com/t4RCPwjzOb
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁরা অভিযোগ করেন, খোদ পুলিস নিগৃহীত হলে, সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?