Home> দেশ
Advertisement

মদ্যপদের হাতে নিগৃহীত খোদ পুলিস! দেখুন ভিডিয়ো

ঘটনাটি ঘটে গত ১৪ জুন। হাইরোডে টহল দেওয়ার সময় অভিযুক্তদের গাড়ি আটকায় ওই কনস্টেবল। এর পর গাড়ি থেকে বেরিয়ে তারা চড়াও হয়। অভিযুক্তরা সবাই মদ্যপ ছিল বলে অভিযোগ

মদ্যপদের হাতে নিগৃহীত খোদ পুলিস! দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: মাঝ রাতে চার মদ্যপের হাতে নিগৃহীত হলেন এক কনস্টেবল। তাঁর ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়া হয়। কূটক্তি, শারীরিক নিগ্রহ কোনওটাই বাদ যায়নি। কার্যত অসহায় হয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওই কনস্টেবল। এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ের হাইরোডে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস।

ঘটনাটি ঘটে গত ১৪ জুন। হাইরোডে টহল দেওয়ার সময় অভিযুক্তদের গাড়ি আটকায় ওই কনস্টেবল। এর পর গাড়ি থেকে বেরিয়ে তারা চড়াও হয়। অভিযুক্তরা সবাই মদ্যপ ছিল বলে অভিযোগ। কনস্টেবলের ওয়াকি-টকি ছিনিয়ে নিয়ে গালিগালাজ শুরু করে।

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁরা অভিযোগ করেন, খোদ পুলিস নিগৃহীত হলে, সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?

Read More