Home> দেশ
Advertisement

Couple Death in Palghar: 'নাইলনের দড়ি আর লোহার রডেই' এল জীবনের পরিসমাপ্তি! প্রেমের 'অধুরা কাহিনি' লিখে...

Love relationship dispute: ২৪ বছর বয়সী প্রেমিক লিভ-ইন সম্পর্কের চাপে আত্মহত্যা করল আর তারপরের দিন তাঁর ১৭ বছর বয়সী কিশোরী প্রেমিকা তারই পথ অনুসরণ করল। মৃত্যুর ধরণও তাঁদের একই রকম। 

Couple Death in Palghar: 'নাইলনের দড়ি আর লোহার রডেই' এল জীবনের পরিসমাপ্তি! প্রেমের 'অধুরা কাহিনি' লিখে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:

'অমরত্ব্যের প্রত্যাশ নেই...নেই কোন দাবি দাওয়া
এই নশ্বর জীবনের মানে
শুধু তোমাকেই চাওয়া ...'

সুমনের এই গানকে এককথায় জীবন দিয়ে প্রমাণ করল প্রেমে পাগল যুগল। অমরত্বকে তাছ্বিল্য করে পারি দিল মহাসিন্ধুর পাড়ে। প্রেমে মানুষ কত কী করে! কত কী ভাবে! যেমন এই যুগল ভেবেছিল একত্রবাসের কথা। কিন্তু সব চাওয়া তো পাওয়া হয়না। 

২৪ বছর বয়সী প্রেমিক লিভ-ইন সম্পর্কের চাপে আত্মহত্যা করল আর তারপরের দিন তাঁর ১৭ বছর বয়সী কিশোরী প্রেমিকা তারই পথ অনুসরণ করল। মৃত্যুর ধরণও তাঁদের একই রকম। 

আরও পড়ুন-  রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের শিকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত...

পালঘরের নাইগাঁওয়ে একটি প্রেমের সমাপ্তি হল এভাবেই। মেয়েটি চেয়েছিল তাঁর প্রেমিকের সঙ্গে থাকতে। কিন্তু ওই যুবক চাননি আর এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। আত্মহত্যা করার পর। নাইগাঁও পূর্বের কোলহি গ্রামের আশা নগরের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন, আর মেয়েটি উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে, মেয়েটি তার প্রেমিককে বাবা-মায়ের বাড়ি ছেড়ে তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার জন্য চাপ দিচ্ছিলেন। তবে, যুবক তাঁর পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ওই তরুণী তাঁর  বাড়িতে যান, ওই একই বিষয় নিয়ে আবারও ঝগড়া শুরু হয়। হতাশার বশে, যুবক হুমকি দেয় যে, যদি কিশোরী একসঙ্গে থাকার জন্য তাঁকে এভাবে চাপ দেয়, তবে সে তাঁর জীবন শেষ করে দেবে। এই আবেগী কথায় ওই কিশোরী মেয়েটি তাঁর প্রেমিকের বাড়ি ছেড়ে চলে যায়। সেই রাতেই যুবক তাঁর বাড়ির লোহার রডে দড়ি দিয়ে ঝুলিয়ে নিজেকে শেষ করে দেয়। রবিবার ভোরে তার প্রাণহীন দেহটি তাঁর এক প্রতিবেশী দেখেন। তিনি মুহুর্তেই পুলিশকে খবর দেন।

আরও পড়ুন-  হাড়হিম ঘটনা! পেটে চাকু, ঘাড়ে রক্ত; তীক্ষ্ণ ফলায় প্রেমিকাকে এলোপাথারি কুপিয়েই...

এই খবর পাওয়া মাত্রই মেয়েটি শোকে ভেঙে পড়ে। শোক এবং গভীর অনুশোচনায় আচ্ছন্ন হয়ে, সে তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। এই ধাক্কা এবং অপরাধবোধ সহ্য করতে না পেরে কিশোরীটিও একইভাবে নিজেকে শেষ করে দেয় তাঁর পরিবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি শোনেননি।

আরও পড়ুন-  এককথায় বীভত্‍স! গলে পড়ছে মুখের চামড়া, জ্বলে যাচ্ছে শরীর! ২৪ এর তরুণীকে পৈশাচিক...

যুবকের মৃত্যুর পরের দিন সন্ধ্যায়, যখন কিশোরীর মা বেরিয়েছিলেন, তখন মেয়েটি একইভাবে আত্মহত্যা করে - নাইলনের দড়ি দিয়ে লোহার রডে আত্মহত্যা করে। তাঁর মা বাড়ি ফিরে এসে ভয়াবহ দৃশ্য দেখে পরিবারকে খবর দেন। এরপর পুলিশে খবর দেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More