জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়েটির পরিবার খাচরড থানায় তাঁর নামে একটি মিসিং রিপোর্ট দায়ের করে। কিন্তু পরে পুলিস তাঁকে খুঁজে পায়। এবং তাঁকে তাঁর বর-সহ থানায় নিয়ে আসে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এক অদ্ভুত ঘটনা। জীবিত মেয়ের পিণ্ডদান। কেন এমন করেন তাঁর পরিবার? কারণ, তাঁদের মেয়ে ভিনজাতের ছেলেকে বিয়ে করেছে। এই তাঁর 'অপরাধ'। মেয়েটি তাঁর পরিবারের শাসনকে মেনে নেননি। তিনি যাঁকে ভালোবেসেছেন, তাঁকেই বিয়ে করেছেন। বাবা মায়ের অমতেই তিনি তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
পরিবারের অভিযোগ পেয়ে পুলিস যখন মেয়েটিকে থানায় নিয়ে আসে এবং তাঁর বাবা-মাকে দেখিয়ে জিগ্যেস করে যে, তাঁদের চেনেন কি না, সঙ্গে সঙ্গে তাঁদের চিনতে অস্বীকার করেন নববিবাহিত মেয়েটি।
আরও পড়ুন: Most Deadliest Avalanche: ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?
থানায় বসে পুলিসের সামনে নিজের মেয়ের কাছে এমন অপমানিত হয়ে একেবারে তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই বাবা-মা। তাঁরা মেয়ের নামে একটি শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড পর্যন্ত ছাপিয়ে ফেলে। এবং সকলকে আমন্ত্রণ করে জমিয়ে পিণ্ডদানের অনুষ্ঠান করে লোকজনকে ভোজ খাওয়ান। তাঁরা যথাবিহিত নিয়ম মেনে মেয়ের পিণ্ডদান পর্যন্ত করেন। মাথা কামিয়ে সমস্ত বিধি মেনে নিয়ম সম্পন্ন করে শান্তিভোজের অনুষ্ঠানও করেন। অবিশ্বাস্য! শুধু তাই নয়, তাঁরা অফিশিয়ালি ঘোষণা করে দিলেন যে, আজ (১৫ মার্চ) থেকে তাঁদের মেয়ে মৃত!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)