Home> দেশ
Advertisement

Haryana Shocker: 'আমার বসের সঙ্গে তোকে শুতে হবে! না হলে...' পৈশাচিক অত্যাচারের হাড়হিম বর্ণনা

Haryana Dowry Torture: যমুনানগরের ওই মহিলা তার স্বামী অরুণ শর্মার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেছেন। এছাড়া তাঁর সন্তানদের তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। পুলিস তদন্ত করছে।

Haryana Shocker: 'আমার বসের সঙ্গে তোকে শুতে হবে! না হলে...' পৈশাচিক অত্যাচারের হাড়হিম বর্ণনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

সব ছেলে-মেয়েই বিয়ের পর ভালোবাসা, সাহচর্য এবং আনন্দময় দাম্পত্য জীবনের স্বপ্ন দেখে। কিন্তু হরিয়ানার যমুনানগরের এক মহিলার জন্য, এই স্বপ্ন দ্রুত দুঃস্বপ্নে পরিণত হয়। তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে যৌতুকের দাবিতে এভাবেই নির্যাতন করে দিনের পর দিন, এমনই অভিযোগ উঠে আসছে।

পুলিশসর কাছে অভিযোগে জানান যে, ওই মহিলা ৯ ডিসেম্বর, ২০২০ অরুণ শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বাবা-মা বিয়ের জন্য ৬-৭ লক্ষ টাকা খরচ করেছেন বলে জানা গেছে, যার মধ্যে সোনা ও রূপার গয়নাও রয়েছে। কিন্তু সেই গয়না এখন তার শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে নিয়েছে।

যমুনানগরের ওই মহিলা তার স্বামী অরুণ শর্মার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেছেন। এছাড়া তাঁর সন্তানদের তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। পুলিস তদন্ত করছে।

আরও পড়ুন: Sheikh Hasina ouster from Bangladesh: 'আমরাই শেষ করেছি ওর রাজত্ব...' হাসিনাকে সরাতে বড় চক্রান্ত! কে করেছিল এই ষড়যন্ত্র?

তিনি অভিযোগ করেন যে, বিয়ের পরপরই তার স্বামী এবং তার পরিবার তাকে আরও যৌতুকের জন্য, বিশেষ করে গাড়ির দাবিতে নির্যাতন শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সবথেকে ভয়াবহ এবং পৈশাচিক অত্যাচার করে শ্বশুরবাড়ির লোকজন, ওই মহিলাকে বরের অফিস বসের সঙ্গে শুতে বলা হয়। মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামী কেবল তাকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করেননি, বরং তার পদোন্নতি নিশ্চিত করার জন্য তার অফিসের বস, আমানের সঙ্গে বিছানায় যেতে বলেছিলেন। তিনি রাজি না হলে, তাঁকে মারধর করা হয় এবং অবশেষে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তার ছোট সন্তান, এক বছরের ছেলে এবং আড়াই বছরের মেয়েকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মীনা নিশ্চিত করেছেন যে অরুণ শর্মার বিরুদ্ধে যৌতুক নির্যাতন, হামলা, মানসিক নিষ্ঠুরতা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিস অভিযোগগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Major Changes from June in daily life: ATM, LPG, PF, আধার কার্ড সহ এই ১০টি বিষয়ে বড় পরিবর্তন হতে চলেছে! আজ থেকেই, দেশজুড়ে

২০২৪ সালের ২৫ ডিসেম্বর, একটি চুক্তির মাধ্যমে তিনি তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন, কিন্তু অত্যাচার আবার শুরু হয়। ৩ জানুয়ারী, ২০২৫ তারিখে, তাকে আবারও বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে তিনি তার সন্তানদের হেফাজতে পাওয়ার জন্য তার বাবা-মায়ের সঙ্গে থাকছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Read More