Home> দেশ
Advertisement

Kashmir: ভরসন্ধেবেলা জঙ্গি হামলা শ্রীনগরে, নিহত ১ পুলিসকর্মী

আহত হলেন আরও ২ পুলিসকর্মী।  টুইটে নিহতের পরিবারকে সমবেদনা জানালেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Kashmir: ভরসন্ধেবেলা জঙ্গি হামলা শ্রীনগরে, নিহত ১ পুলিসকর্মী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের রক্ত ঝরল কাশ্মীরে। শ্রীনগরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিসকর্মী। আহত আরও ২।  'গভীরভাবে শোকাহত', টুইট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

জানা দিয়েছে, ঘড়িতে তখন ৭টা ১৫। এদিন ভরসন্ধেবেলায় শ্রীনগরের প্রাণকেন্দ্র লালবাজার এলাকায় হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান কাশ্মীর পুলিসের সাব-ইন্সপেক্টর মুস্তাক আহমেদ। গুরুতর আহত হন হেজ কনস্টেবল ফৈয়াজ আহমেদ ও বিশেষ পুলিস আধিকারিক আবু বকর। দু'জনেই ভর্তি হাসপাতালে।

 

এর আগে, কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি হামলার ছক বানচাল করে দিয়েছিল পুলিস। গ্রেফতার করা হয়েছিল জঙ্গিগোষ্ঠীর ১১ সদস্য়কে। ধৃতদের কাছে পাওয়া গিয়েছিল অস্ত্র ও নথি।

আরও পড়ুন: দু'বার সলমানকে মারার ছক, কেনা হল ৪ লাখি রাইফেল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More