ওয়েব ডেস্ক: এক নজরে দেখে নিন তিনটে খবর -
১) সলমন খান, অভিনব বিন্দ্রা, সচিন তেন্ডুলকের পর এবার এ আর রহমান। রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসাডর হলেন অস্কারজয়ী মিউজিক কম্পোজার। তাঁর বিখ্যাত গান মা তুঝে সালাম ব্যবহার করার অধিকার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দিয়েছেন রহমান।
২) তালিবানের হাত থেকে ছেলের মুক্তিকে মিরাকল বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনবছর আগে অপহূত হন আলি হায়দার গিলানি। ছেলেকে ফিরে পাওয়ার আশা তাঁরা ছেড়ে দিয়েছিলেন বলে জানান ইউসুফ। গত সোমবার পাক সীমান্তে আফগান ও মার্কিন যৌথ বাহিনী অপারেশন চালিয়ে উদ্ধার করে আলি হায়দারকে।
৩) চোখ ধাঁধানো তার রূপ। কিন্তু কোনওদিন সে রূপ দেখেনি মানুষ। তার সেই নীল রূপের জাদুতে মাততে চলেছে বিশ্ব। দুনিয়ার বৃহত্তম নীল হিরের নিলাম হতে চলেছে জেনিভাতে।