Home> দেশ
Advertisement

মহিলাদের ধূমপানে বিশ্বে দ্বিতীয় ভারত, দেশে অস্বাভাবিক হারে বাড়ছে মহিলাদের সিগারেট খাওয়ার প্রবণতা

ধূমপানের পুরুষদের একচেটিয়া সাম্রাজ্যে এখন মহিলাদেরও সমান দখলদারি। বরং একটু বেশিই। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দুনিয়াজুড়ে যখন সিগারেট খাওয়ার গড় প্রবণতা কমছে,তখনই অস্বাভাবিক হারে মহিলাদের সিগারেট খাওয়ার হার বেড়েছে। মহিলাদের সিগারেট খাওয়ার প্রতিযোগিতায় মার্কিন মুলুকের পরই রয়েছে ভারতের নাম।

মহিলাদের ধূমপানে বিশ্বে দ্বিতীয় ভারত, দেশে অস্বাভাবিক হারে বাড়ছে মহিলাদের সিগারেট খাওয়ার প্রবণতা

ওয়েব ডেস্ক: ধূমপানের পুরুষদের একচেটিয়া সাম্রাজ্যে এখন মহিলাদেরও সমান দখলদারি। বরং একটু বেশিই। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দুনিয়াজুড়ে যখন সিগারেট খাওয়ার গড় প্রবণতা কমছে,তখনই অস্বাভাবিক হারে মহিলাদের সিগারেট খাওয়ার হার বেড়েছে। মহিলাদের সিগারেট খাওয়ার প্রতিযোগিতায় মার্কিন মুলুকের পরই রয়েছে ভারতের নাম।

গত কয়েকদশকে  মহিলাদের সিগারেট প্রেমে ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব।  

স্বাধীনতা ও সিগারেট

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে,মহিলাদের ধূমপানে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ভারত। তৃতীয় চিন। চতুর্থ রাশিয়া। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।

একটা ছোট্ট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে গত দশ-বারো বছরে ভারতে মহিলাদের ধূমপান আধিক্যের হার কী ভাবে বেড়েছে।

ভারত
১৯৮০ থেকে ২০১২
মহিলাদের সিগারেট ধূমপান  
তিপান্ন লক্ষ থেকে বেড়ে হয়েছে ১ কোটি কুড়ি লক্ষ।

দেখা যাচ্ছে পুরুষের থেকে গত কয়েকদশকে নারীর ধূমপান আসক্তির হার অনেকটাই বেশি।

আর এখানেই দানা বাঁধছে আশঙ্কা। নিকোটিন, সে পুরুষই হোক বা নারী উভয়ের জন্যেই সমান ক্ষতিকর। তাই কোনও নারী-পুরুষ আন্দোলন বা বিতর্ক নয়, চিকিতসকেরা বলছেন, সর্বনাশা নেশায় আসক্ত হওয়ার এই বিপজ্জনক প্রবনতা স্বাস্থ্যের পক্ষেও রেড অ্যালার্ম। নিকোটিনের রোমান্টিসিজম না রেভলিউশন, নাকি নিছকই নেশা?  কোন প্রেমে হৃদয় ঝাঁঝরা করা তামাকে পুরুষের থেকেও বেশি আসক্ত হচ্ছেন নারীরা? সে প্রশ্নেই এখন তোলপাড় দুনিয়া।

 

Read More