জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর পরকীয়ার জেরে ভয়ংকর কাণ্ড ঘটালেন স্বামী। নিজের দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হন তিনি। বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। ঘটনাটি ঘটে তেলাঙ্গানার মালকাপুর গ্রামে।
নিহতদের মধ্যে ৪২ বছর বয়সী সুভাষ। তার ১৩ বছর বয়সীছেলে ঋত্বিক মেরিয়ান এবং ৯ বছরের মেয়ে আরাধ্যা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সুভাষের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এবং তার স্ত্রী মঞ্জুলা সম্প্রতি একাধিক ঝগড়ার পর তার বাপের বাড়ি চলে যান। এমনকি মঞ্জুলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ থেকে তাদের ঝামেলার সূত্রপাত বলে অভিযোগ।
আরও পড়ুন:Bengal Weather Update: আরামের দিন শেষ! বৃহস্পতিবার হাওয়া বদল, সপ্তাহের শেষেই চড়চড়িয়ে বাড়বে গরম...
প্রথমে প্রতিবেশীরা বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাড়িওয়ালাকে খবর দেয়। বাড়িওয়ালা এসে তিনজনের পচাগলা দেহ দেখতে পান। সোমবার সকালে তিনি পুলিসে খবর দেন। পুলিস সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ করছে যে, ৩০ এপ্রিল রাতে আত্মহত্যার আগে তিনি শিশুদের খুন করেছেন।
পুলিস ঘটনাস্থল থেকে চার পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে সুভাষ নিজের স্ত্রীর বাজে ব্যবহার এবং অবৈধ সম্পর্কের কথা লেখা আছে। এবং এই কারণেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন। সুভাষ আরও দাবি করেছেন যে, মঞ্জুলা অন্য় পুরুষকে টাকার জন্য ব্যবহার করে প্রতারণা করত। এবং তিনি মঞ্জুলাকে বারবার পরিবর্তন হতে বলতেন।
সুইসাইড নোটে, সুভাষ গভীর মানসিক যন্ত্রণা প্রকাশ করে বলেছেন যে তিনি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না। ইতোমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং ফরেনসিক এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)