Home> দেশ
Advertisement

Srinagar-এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিকেশ সন্ত্রাসবাদী

নিহত সন্ত্রাসবাদী একজন বিদেশী বলে মনে হচ্ছে

Srinagar-এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিকেশ সন্ত্রাসবাদী


নিজস্ব প্রতিবেদন: ১৯ ডিসেম্বর, রবিবার ভোরে শ্রীনগর (Srinagar) জেলার হারওয়ান দরবাগ ধারা (Harwan Darbagh Dhara) এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংক্ষিপ্ত সংঘর্ষে একজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এরপরে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

কাশ্মীর (Kashmir) জোন পুলিশ সকাল ৪.০৯ মিনিটে একটি টুইটে করে জানিয়েছে যে বর্তমানে তল্লাশি অভিজান চলছে।

 

আরও পড়ুন: Delhi Court Blast: দিল্লির রোহিনী আদালত চত্বরে বিস্ফোরণের পেছনে DRDO-র বিজ্ঞানী

কাশ্মীর পুলিস প্রধান বলেছেন, খুব নির্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতে, পুলিস এবং CRPF-এর একটি যৌথ দল হারওয়ান এলাকায় কর্ডন করে অনুসন্ধান অভিযান শুরু করে। নিহত সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলার পরেই সে গুলি চালায় এবং সেই গুলি বিনিময় একটি এনকাউন্টারে পরিণত হয়।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিহত সন্ত্রাসবাদী একজন বিদেশী বলে মনে হচ্ছে। বর্তমানে তার পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

গত সপ্তাহের শুরুতে, পুলিশ দক্ষিণ শ্রীনগরের রাংরেথ (Rangreth) এলাকায় একটি সংক্ষিপ্ত সংঘর্ষে দুই এলইটি (LeT)সন্ত্রাসবাদীকে হত্যা করার কথা জানিয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More