রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝেমধ্যেই বিড়াল রাস্তা ক্রস করে। কুসংস্কারবশত অনেকেই তা দেখে থেমে যান। বিশ্বাস করেন বিড়াল রাস্তা কাটলে সেই রাস্তা দিয়ে তখনই গেলে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই বিড়াল রাস্তা ক্রস করলে কিছুক্ষণ থেমে যান। কিন্তু উত্তর প্রদেশের মুরাদাবাদে যা ঘটল তা এককথায় ভয়ঙ্কর । মোরাদাবাদের ভোজপুরের বাসিন্দা প্রিয়া বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিল। আচমকা একটি বিড়াল তাদের রাস্তা ক্রস করে। ঘটনাটিকে অত্যন্ত অশুভ মনে করে, তরুণী রেগে গিয়ে বিড়ালটিকে জ্যান্ত পুড়িয়ে দেয় এবং এই অমানবিক ঘটনার সম্পূর্ণ ভিডিও করেন তারা দুজন। সমাজমাধ্যমে এই ভিডিও তারা পোস্টও করেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দিল্লি পুলিশের বন্যপ্রাণ অপরাধ দমন শাখা এই ঘটনার খবর পায় ইমেল মারফত। নিরীহ বিড়ালটিকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অপরাধে ওই তরুণী এবং তার বন্ধুর বিরুদ্ধে FIR দায়ের করে দিল্লি পুলিশ। বন্যপ্রাণী হত্যা একটি অত্যন্ত জঘন্য এবং অপরাধমূলক কাজ। সংবিধানের ৯, ৩৯ এবং ৫১ নম্বর ধারায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে পুলিশ দুজনের বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে।
আরও পড়ুন: মরার আগে একবার 'ভার্জিন' ঠোঁট ছোঁবে শ্যাম্পেইন, বৃদ্ধাশ্রমেই আশিতে ইচ্ছাপূরণ কণিকার!
অপরাধ প্রমাণিত হলে ওই তরুণী এবং তার বন্ধুর তিন বছরের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। পুলিশ বাইকটিকে খুঁজে পেয়েছে। দিল্লি পুলিশের এস.পি জানিয়েছেন তদন্তের স্বার্থে ওই ভিডিওটি এখন প্রকাশ করা হচ্ছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)