Home> দেশ
Advertisement

জমি বিলের বিরোধিতায় যন্তর মন্তরে সভা কেজরির

কংগ্রেসের পর এবার কেন্দ্রের জমি অর্ডিন্যান্সের বিরোধিতায় পথে নামছে আম আদমি পার্টি। যন্তর মন্তরে আজ আপের কর্মসূচিতে বক্তব্য রাখবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জমি বিলের বিরোধিতায় যন্তর মন্তরে সভা কেজরির

ওয়েব ডেস্ক:কংগ্রেসের পর এবার কেন্দ্রের জমি অর্ডিন্যান্সের বিরোধিতায় পথে নামছে আম আদমি পার্টি। যন্তর মন্তরে আজ আপের কর্মসূচিতে বক্তব্য রাখবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কয়েকদিন আগেই অজ্ঞাতবাস কাটিয়ে 'জমি' অস্ত্রে মোদী সরকারকে বিঁধে ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। এবার একই অস্ত্রে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন দিল্লির 'মাফলার ম্যান' অরবিন্দ কেজরিওয়াল। এর আগে 'জমি' বিল নিয়ে পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্লোলিনী কলকাতায় জমি বিলের বিরোধিতায় মিছিল করেছে বাম দলগুলিও।    

আপের তরফে জানানো হয়েছে, ওড়িশা, পঞ্জাব, উত্তর প্রদেশ, গুজরাত, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং রাজস্থান থেকে কৃষকরা যোগ দেবেন এই কর্মসূচিতে। এরপর যন্তরমন্তর থেকে সংসদ পর্যন্ত কৃষকদের নিয়ে মিছিল করবেন আপ নেতৃত্ব। মিছিলে হাঁটবেন অরবিন্দ কেজরিওয়ালও।

 

Read More