জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: SIR হল সাইলেন্ট ইনভিসিবল রিগিং— অভিযোগ অভিষেকের। তাঁর মতে, 'এত দুর্বল সরকার ভারতবর্ষের মানুষ দেখেনি। মজবুত সরকার নয়, মজবুর সরকার। ডোনাল্ড ট্রাম্পের কাছে সরকার মজবুর হয়ে গেছে। বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গেছে। তাই এরা এখন SIR করছে। টাকা দিচ্ছে না, এবার ভোটাধিকার কেড়ে নেবে। কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না। দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর অস্ত, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক বুঝিয়ে দেব কত ধানে কত চাল'।
নির্বাচন কমিশন প্রসঙ্গে:
নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বিহারের মানুষ এর জবাব দেবে বলে বিশ্বাস। বাংলায় করতে আসলে তৃণমূলের উপর মানুষের ভরসা আরও বাড়বে। বৈধ একজন ভোটারেরও নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে দিল্লিতে এসে বৃহত্তর আন্দোলন করা হবে। কোনও SIR হল না, আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দু কোটি ভোটার বাদ যাবে। ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মানুষের আস্থা আছে তৃণমূলের উপর। তাই বিহারের মতো বাংলায় হবে না, হতে দেবে না তৃণমূল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় ৮ দফায় বাংলায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন।
লোকে ভোট দিতে না পারে সেই জন্য এই ব্যাবস্থা করেছিল। বিজেপির ঘোড়া আটকে গিয়েছিল ২৪০ -এ এসে। এবার আরও কমবে।
মোদীর ভাষণ প্রসঙ্গে:
৯০ মিনিটে ২০০ বার নেহরুর নাম নিয়েছেন। পহেলগামের জন্য দায়ী কে? পুলিশ কার দায়িত্বে? ৪ জন জঙ্গি কীভাবে ঢুকল? কেন ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে কখন ভারত যুদ্ধ থামাবে? আমেরিকার চাপে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশের সার্থকে ক্ষুন্ন করেছেন।
সবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেওয়া উচিত। মোদি ২০১৪র আগে বলতেন রিমোট কন্ট্রোল সরকার। তখন তো রিমোট কন্ট্রোল তাও দেশে থাকত, এখন আমেরিকায় রয়েছে রিমোট কন্ট্রোল। মজবুত নয় মজবুর সরকার। সেনাকে সত্যি পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকলে আজ হতে পারে পিওকে আমাদের হাতে থাকত আজ। ভারত-পাক যুদ্ধ কখন হবে আর কখন থামবে, সেটা আমেরিকা ঠিক করবে?
অমিত শাহ প্রসঙ্গে:
ভারতের স্বাধীনতার ইতিহাসে সবথেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী কেউ বলছে না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে তা মিথ্যে। বাংলাদেশ বর্ডার থেকে কার ব্যর্থতায় ঢুকেছে? কে ঢুকিয়েছে? সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকলে তার দায় কার? জম্মু-কাশ্মীরের পুলিস কার এক্তিয়ারে? সেখানে জঙ্গি ঢুকছে কী ভাবে? কার ব্যর্থতার কারণে দেশে জঙ্গি ঢুকছে?
ডগ বাবু ফ্যাক্ট চেকে false প্রমাণিত প্রসঙ্গে:
আপনারা (ECI ) এই সব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ করে ভোটার তালিকা বানাবেন? কুকুরের নামে রেসিডেনসিয়াল সার্টিফিকেট ইস্যু হচ্ছে, ট্রাকটরের নামে সারটিফিকেট ইস্য হচ্ছে বিহারে। কারা ভোট দেবে? মানুষ না কুকুর?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)