Home> দেশ
Advertisement

Abhishek Banerjee: শনিতে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে থাকছেন অভিষেক!

Abhishek Banerjee:  এর সংসদের অধিবেশন যখন বৈঠকে বসেছিল বিরোধীরা, তখন সেই বৈঠকে ছিল তৃণমূলও। তবে লোকসভা ভোটের এই প্রথম 'ইন্ডিয়া'র  জোটের বৈঠকে থাকছেন তৃণমূলের প্রতিনিধি।

Abhishek Banerjee: শনিতে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে থাকছেন অভিষেক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের পর প্রথমবার। এবার ভার্চুয়াল বৈঠক করবে  বিজেপি-বিরোধী  'ইন্ডিয়া' জোট। তৃণমূলের তরফে বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার সন্ধ্য়ায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করল রাজ্যের শাসকদল। 

আরও পড়ুন:  Chhattisgarh security forces personnel shocking story: ৬ বছরে ২০০ মৃ*ত্যু! ভারতের এই রাজ্যের নিরাপত্তা কর্মীরা নিজেরাই নিজেদেরকে মা*রছেন! কেন? ভয়ংকর সত্যিটা হল...

আগামীকাল, শনিবার বৈঠক। কখন? সন্ধ্যা ৭টায়। কলকাতা থেকেই সেই বৈঠকে যোগ দেবেন অভিষেক।  এর সংসদের অধিবেশন যখন বৈঠকে বসেছিল বিরোধীরা, তখন সেই বৈঠকে ছিল তৃণমূলও। তবে লোকসভা ভোটের এই প্রথম 'ইন্ডিয়া'র  জোটের বৈঠকে থাকছেন তৃণমূলের প্রতিনিধি। যা  অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কৌতূহল,  সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে ‘দূরত্ব’ তৈরি হয়েছিল, তা কি কাটতে চলেছে?

প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানান, তাঁর পক্ষে শনিবার দিল্লি যাওয়া সম্ভব নয়। তৃণমূলের তরফেও বলা হয়, যে হেতু ২১ জুলাই কারণে দলের কারও পক্ষেই বৈঠকে সশরীরে হাজির থাকা সম্ভব নয়। শেষে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত হয়। 

বৈঠক যোগ দিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেরা। তৃণমূলও ভার্চুয়াল বৈঠক হাজির থাকার কথা জানিয়েছিল। দলের তরফে কে থাকবেন? জানানো হল আজ, শুক্রবার।

আরও পড়ুন: Chhangur Baba mass-conversion: ১০০০ ছেলের টিম! মুসলিম দেশ থেকে ৩০০ কোটির ফান্ডিং! ছাঙুর বাবার ১০০ কোটির গণধর্মান্তকরণ সাম্রাজ্যের ভয়ংকর সত্যি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More