Home> দেশ
Advertisement

অশান্ত অসমে আফসপা

অসমকে অশান্ত ঘোষণা করে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৫৮ লাগু রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আরও এক বছর লাগু থাকবে এই স্পেশাল অ্যাক্ট।  শুক্রবার এই  সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি।

অশান্ত অসমে আফসপা

গুয়াহাটি: অসমকে অশান্ত ঘোষণা করে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৫৮ লাগু রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আরও এক বছর লাগু থাকবে এই স্পেশাল অ্যাক্ট।  শুক্রবার এই  সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি।

পাঁচ মিনিটের মধ্যেই সব শেষ। বাড়ি ফিরে একই সঙ্গে পরিবারের পাঁচজনের বুলেটবিদ্ধ ঝাঁঝরা দেহ দেখেছেন কোকড়াঝোড়ের পাকরিগুড়ি গ্রামের বাসিন্দা ভৈর হাঁসদা। তেইশে ডিসেম্বর সন্ধ্যেয় জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে নিজের বোন ,কাকিমা সহ পাঁচ আত্মীয়ের।

একইসঙ্গে  আরও এক পুরনো স্মৃতিতে শরীর  হিম হয়ে যায় স্বজনহারা মানুষটার। উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক একই ভাবে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ভৈর হাঁসদার বাবা। স্বজনহারা ভৈর হাঁসদার  তাই এখন কাতর আবেদন  যেভাবেই হোক শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিক রাজ্য ও কেন্দ্র।

 

Read More