Home> দেশ
Advertisement

মগধের মুকুট অধরা থেকে যাওয়ায় এখন দলে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কর্তৃত্ব

মগধের মাটিতে ডাহা ফেল মোদী-শাহ। দিল্লি প্রশ্নটা তুলে দিয়েছিল। সেই সুর এ বার সপ্তমে। শেষ মোদী ম্যাজিক? বিহার ভোটে শোচনীয় পরাজয়ের পর নরেন্দ্র মোদী, অমিত শাহর হাত থেকে কি দলের রাশ আলগা হবে? হলেই বা কতটা? জাতীয় রাজনীতিতে এগুলোই এখন লাখ টাকার প্রশ্ন।  

মগধের মুকুট অধরা থেকে যাওয়ায় এখন দলে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কর্তৃত্ব

ওয়েব ডেস্ক: মগধের মাটিতে ডাহা ফেল মোদী-শাহ। দিল্লি প্রশ্নটা তুলে দিয়েছিল। সেই সুর এ বার সপ্তমে। শেষ মোদী ম্যাজিক? বিহার ভোটে শোচনীয় পরাজয়ের পর নরেন্দ্র মোদী, অমিত শাহর হাত থেকে কি দলের রাশ আলগা হবে? হলেই বা কতটা? জাতীয় রাজনীতিতে এগুলোই এখন লাখ টাকার প্রশ্ন।  

পাশার দান যে এভাবে উল্টে যাবে তা কি ভাবতে পেরেছিলেন মোদীজি? লোকসভা ভোটে ঐতিহাসিক জয়ের পর দিল্লিতে ঝাড়ু ঝড়ে এক্কেবারে সাফ। মহারাষ্ট্র-হরিয়ানা-ঝাড়খণ্ড কিছুটা অক্সিজেন যোগালেও মগধের মাটিতে আবার আছাড়। কংগ্রেস নেতা-কর্মীরা তো বলছেন, ৫৬ ইঞ্চির ছাতি এখন সত্যিই ৫.৬ ইঞ্চ।

 বিহারে বিজেপির কোনও ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। মোদীকে সামনে রেখেই লড়াইয়ে ঝাঁপ দেয় গেরুয়া শিবির। প্রায় ৩০ টি জনসভা করেন নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীর এতগুলি সভা দেশের রাজনীতির ইতিহাসে বিরল। বিহারের ভোট ছিল নীতীশ কুমারের সঙ্গে নরেন্দ্রভাইয়ের ব্যক্তিগত ক্যারিশমার লড়াই। সেই লড়াইয়ে মোদীজি ডাহা ফেল।

ভোটের আগে বিহারে কার্যত তাঁবু গাড়েন মোদীর সেনাপতি অমিত শাহ। বিজেপির নির্বাচনী রণকৌশল তাঁরই হাতে তৈরি। লোকসভা ভোটের আগে পশ্চিম উত্তরপ্রদেশে জাঠেদের বদলা নিতে বলেছিলেন অমিতজি। আর এ বার বলেন, বিজেপি হারলে বাজি ফাটবে পাকিস্তানে। মেরুকরণের রাজনীতি হিন্দি বলয়ের হৃদয়পুরে সফল হলেও পাটলিপুত্রে এসে তা পড়ল মুখ থুবড়ে।

প্রথম প্রজন্মের নেতারা দলে ব্রাত্য। বিজেপিতে এখন মোদী-শাহের আমল। বিহারে লজ্জাজনক হারের পরও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন। অমিত শাহও বিজেপি সভাপতি রয়ে যাবেন। আর বারে বারে বলবেন, বিহারে হারের দায় প্রধানমন্ত্রীর নয়। তবুও, প্রশ্নগুলো থাকবেই।

দাদরি-কাণ্ড ও তাঁর পরে গোমাংসের রাজনীতিকে কেন্দ্র করে মেরুকরণের ফায়দা নিতে ব্যর্থ মোদী-শাহ জুটি। অসহিষ্ণুতা ইস্যুতে বিরোধীদের প্রচারের মোকাবিলা করতেও তাঁরা ১৬ আনা ফেল।
সামনের বছর, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ুতে ভোট। তার পরের বছর ভোট উত্তরপ্রদেশে। এইসব রাজ্যে বিজেপির ফল খারাপ হলে আরও পাঁকে পড়বেন মোদী-শাহ। বিহার ভোটে শোচনীয় হারের পর রেসকোর্স রোড আর অশোক রোডের অন্দরে কেশব কুঞ্জের হাত কতদূর পৌঁছয় তা নিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে।

Read More