Home> দেশ
Advertisement

জঙ্গলমহলে ফের মাওবাদী গতিবিধি

জঙ্গলমহলে ফের মাওবাদী গতিবিধি শুরু হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর। অগাস্টের শুরুতেই শহিদ সপ্তাহ পালন মাওবাদীদের। ঝাড়খণ্ড সীমান্তে নতুন করে মিলেছে ল্যান্ডমাইনও। আজ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর আশঙ্কা ঠেকাতে জঙ্গলমহল জুড়ে জোরদার তল্লাশি অভিযান।

জঙ্গলমহলে ফের মাওবাদী গতিবিধি

ওয়েব ডেস্ক: জঙ্গলমহলে ফের মাওবাদী গতিবিধি শুরু হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর। অগাস্টের শুরুতেই শহিদ সপ্তাহ পালন মাওবাদীদের। ঝাড়খণ্ড সীমান্তে নতুন করে মিলেছে ল্যান্ডমাইনও। আজ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর আশঙ্কা ঠেকাতে জঙ্গলমহল জুড়ে জোরদার তল্লাশি অভিযান।

আরও পড়ডুন-চার মাস চুপ থাকার পর স্বাধীনতা দিবসের সময় ফের বেপরোয়া পাকিস্তান

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-বিহার-ওড়িশা-ঝাড়খন্ডের বিস্তীর্ণ জঙ্গল এলাকা জুড়ে এক সময় বৃহত্ মাওবাদী করিডোর তৈরী করেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)। গত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে মাওবাদী কার্যকলাপ অনেকটাই স্তিমিত। কিন্তু তবুও পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এখনও যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। কেন্দ্রীয় সরকারের এই সতর্কবার্তায় তাই রাজ্য প্রশাসনও নড়েচড়ে বসেছে।

আরও পড়ডুন- স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির; উঠে এল দলিত নির্যাতন প্রসঙ্গ

Read More