Home> দেশ
Advertisement

অবশেষে জয়ী আহমেদ প্যাটেল

অবশেষে জয়ী আহমেদ প্যাটেল

ওয়েব ডেস্ক: মিডনাইট ড্রামা। মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসল কংগ্রেসই। ফটো ফিনিশে পঞ্চম বারের জন্য রাজ্যসভায় গেলেন সোনিয়া গান্ধীর সচিব আহমেদ প্যাটেল।

গতকাল বিকেল চারটেয় নির্বাচন শেষ হলেও থমকে যায় গণনা। গুজরাতের ২ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক দলীয় প্রার্থী আহমেদ প্যাটেলের বদলে বিজেপির প্রার্থী বলবন্তসিন রাজপুতকে ভোট দেন। ক্রস ভোটিংয়ের পর সেই ব্যালট তাঁরা বিজেপির এজেন্টকে দেখানোয়, তাঁদের ভোট বাতিলের দাবি জানায় কংগ্রেস। অবিলম্বে গণনা শুরুর জন্য নির্বাচন কমিশনে পাল্টা দাবি জানায় বিজেপি। রাতে দিল্লিতে কমিশনের অফিসে দুই দলই দরবার করে। গভীর রাতে দুই কংগ্রেস বিধায়কের ভোট বাতিল করে দেয় কমিশন। শুরু হয় গণনা। দুটি ভোট বাতিল হওয়ায় জয়ের ম্যাজিক ফিগার ৪৫ থেকে নেমে আসে ৪৪-এ। রাত দুটোর সময় কমিশন ঘোষণা করে ৪৪টি ভোট পেয়ে জয়ী আহমেদ প্যাটেল। কংগ্রেসের ৪৩ ও এনসিপিরর এক বিধায়কের ভোট পেয়েছেন
তিনি।

Read More