জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক অভিশপ্ত উড়ান। এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ২৭৫ মৃত্যু। পোড়া লাশের সারি। গত বৃহস্পতিবার আমদাবাদের মেঘানিনগরে টেক অফের পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানটি। ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয় (Ahmedabad Plane Crash)। ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে চলছে সেই পোড়া দেহের শনাক্তকরণ। কফিনবন্দি দেহ তারপর পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে। আকাশ বাতাস ভারী হয়ে উঠছে কান্নার রোলে (Air India Crash)।
কেউ যাচ্ছিলেন সপরিবারে স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে নতুন জীবন শুরু করতে। কেউ যাচ্ছিলেন জন্মদিনে বিদেশে থাকা স্বামীকে সারপ্রাইজ দিতে। কারও কাছে ছিল এটাই প্রথম বিদেশ সফর। কেউ যাচ্ছিলেন নিজের স্বপ্নকে ছুঁতে। কেউ আবার স্ত্রীকে দেওয়া কথা রেখে তাঁর শেষইচ্ছা পূরণ করতে দেশে এসেছিলেন চিতাভস্ম বিসর্জন দিতে। এক অভিশপ্ত উড়ানে সব শেষ...
ডিভোর্স ভুলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত...
কিন্তু এই অভিশপ্ত উড়ান, ভয়াবহ দুর্ঘটনা-ই আবার জুড়েছে। জুড়েছে বিচ্ছেদরত যুগলকে। যাঁরা নিজেদের ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। বরং ক্ষণিকের এই জীবনে ভালোবাসাকে (Love) ফের আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের দাম্পত্যকে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক ভিডিয়োতে এমনই দুই যুগলের কথা বলেছেন ৯০ দশকের অভিনেত্রী রাগেশ্বরী লুম্বা। তিনি বলছেন, আমদাবাদ দুর্ঘটনার পর দুই দম্পতি বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছিলেন, কিন্তু তাঁরা আবার প্রেমকে বেছে নিয়েছেন। এই ঘটনায় যে জীবনবোধের উপলব্ধি তাঁরা করেছেন, সেটাই তাঁদের বিচ্ছেদের পথ থেকে সরে আসতে বাধ্য করেছে।
কী বলছেন রাগেশ্বরী লুম্বা?
রাগেশ্বরী লুম্বার কথায়, কিছু কিছু ঘটনা আমাদের বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। মনে করিয়ে দেয়, জীবন কতটা তাৎক্ষণিক। আর সেই জীবনে জুড়ে থাকা ততটাই পবিত্র ও ভাগ্যবানের। তর্কে কোনও জয় হয় না। বরং ভালোবেসে জুড়ে থাকাতেই জীবনের জয়গান। এই শ্বাসপ্রশ্বাস নেওয়াটাই একমাত্র সত্যি। ভালোবাসাটাই একমাত্র সত্যি। বাকি সব বিভেদ-তর্ক সব মিথ্যে, তুচ্ছ। তাই মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, মানুষ চেহারা ভুলে যায়, কিন্তু ভোলে না শুধু অনুভব।
রাগেশ্বরী লুম্বার ভিডিয়োয় প্রতিক্রিয়া
রাগেশ্বরীর এই ভিডিয়ো সবার মন জয় করে নিয়েছে। সবাই তাঁর কথাগুলোকে 'যথাযথ ও সত্য' বলে উল্লেখ করেছেন। এই কঠিন সময়ে তাঁর এই চিন্তনশীল ভিডিয়ো খুবই সময়োপযোগী বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
রাগেশ্বরী লুম্বা কে
১৯৯০-এর দশকে রাগেশ্বরী লুম্বা ছিলেন এক পরিচিত মুখ। আঁখে, ম্যায় খিলাড়ি তু আনাড়ি ও জিদের মতো ছবিতে অভিনয় করেছেন রাগেশ্বরী। তিনি প্লেব্যাকও করেছেন। ওসাকা মুরাইয়ার মতো হিট ছবিতে গান করেছেন। গানের অ্যালবামও করেছেন। বর্তমানে তাঁকে ফের প্রচারের আলোয় এনেছে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ঘটনাবলীর উপর তাঁর বিভিন্ন চিন্তাশীল মতামত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)